মহান বিজয় দিবস উপলক্ষে ‘দেশ প্রেমে আমাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা, ‘নক্ষত্র সাহিত্য পুরস্কার’-২০২৫ প্রদান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৮ ডিসেম্বর ২০২৫, রোববার, সময় বিকেল ৫টায়, বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে।

কবি রানা হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব ও মৃত্তিকা একাডেমির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সাবেক উপ-সচিব ও সংগীত শিল্পী ফেরদৌস পারভীন। প্রধান আলোচক হিসেবে ছিলেন: মিডিয়া ব্যক্তিত্ব ও জি-নাইনের সম্পাদক ডাঃ সাখাওয়াৎ হোসেন সায়ন্থ। বিশেষ অতিথি ছিলেন: এ্যাডভোকেট মোঃ মোজাহার আলী, এডভোকেট লতিফুর রহমান, সার্বভেীমত্ব আন্দোলন প্রধান সংগঠক শামীম রেজা, দৈনিক একাত্তর আলো’র সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাধারণ সম্পাদক ভিপি এন. এম. আব্দুল্লাহ উজ্জল, গীতিকবি শান্তনা মিঠুসহ দেশ বরেণ্য সংস্কৃতি ব্যক্তিবর্গ। আবৃত্তি পরিবেশন করেন: সৈয়দ ইসমাত তোহা, মীর হাসান স্বপন, আরজুমান আরা লাবণী, শামীম রেজাসহ আরো অনেকে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন: মিতুয়া হেমা। মহান বিজয় দিবস উপলক্ষে ‘নক্ষত্র সাহিত্য পুরস্কার’-২০২৫ সৈয়দ ইসমাত তোহা (ভয়েজ শিল্পী) , ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত (কবি ও সম্পাদক, জি-নাইন), এন.এম. আবদুল্লাহ ভিপি উজ্জল (সাবেক সহসাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল), মাফুজা আক্তার মুন্নী (কবি ও সমাজসেবী), সোহেল রানা বিদ্যুৎ (নির্বাহী প্রযোজক, চ্যানেল আই), মো. ফরিদুল ইসলাম সুমন (প্রযোজক, টিভি অনুষ্ঠান), মানজার আলম (কবি, প্রবন্ধকার ও গবেষক)।

-হৃদয় রহমান