রাতুলের টিয়াপাখি

হঠাৎ করে একটি টিয়া পাখি রাতুলের সামনে এসে হাজির। গ্রিলে বসে টিয়াপাখিটি রাতুল রাতুল বলে ডাকে? রাতুল চমকে উঠল, ভয় পেয়ে গেল। ছুটে আসলো রুমে রাতুল। টিয়াপাখিটিও তার পিছু বাসায় ঘরে ঢুকে পড়ল। এখন ঘর ভরে শুধু রাতুল রাতুল বলছে টিয়াপাখি। পাশের রুম থেকে ছুটে আসলো তার ভাই সাগর। বলল রাতুল কি হয়েছে! টিয়াপাখি ঘরে ঢুকেছে, আমার নামে ডাকে। সাগর বলল, কি চমৎকার কি চমৎকার? সাগরের গলায় ছিল বড় তোয়ালে, তা দিয়ে জড়িয়ে ধরে ফেলল টিয়াপাখিটি। তারপর টিয়াপাখিকে আদর করতে লাগলো। টিয়াপাখিটি সাগরের হাতের আঙুলে কামড় দিল।

সাগর টিয়াপাখিকে বলল, আমি হাতের আঙুলে ব্যথা পাচ্ছি। মাফ করে দাও টিয়াপাখি, মাফ করে দাও টিয়াপাখি? এখন রাতুলের নাম বাদ দিয়ে আল্লাহ আল্লাহ বলা শুরু করলো টিয়াপাখি। রাতুল আর সাগর অট্টহাসি হেসে দিয়ে বলে- কি চমৎকার কি চমৎকার আল্লাহর এই গুণবাচক নাম ডাকে- আলহামদুলিল্লাহ?

রাতুল কিচেন রুম থেকে কলা, আঙ্গুর, বেদনার দানা, একটি বাটিতে নিয়ে পাখির সামনে রাখে। টিয়াপাখিটি খুব মজা করে খায়।

সাগর বলল , টিয়েপাখিটি এখন কি করবে । আমাদের পাশের ফ্ল্যাটের আরিয়ানকে দিয়ে দিব। ওদের অন্য পাখি আছে। তাদের সাথে থাকবে। রাতুল বললো, ভাইয়া তাহলে আরিয়ানদেরই দিয়ে দাও?

রাতুল একটু ভীতু টাইপের। সাগর সাহসী। রাতুলের মনে একটু ভয় কাজ করছে। সাগর আরিয়ানদের ফ্ল্যাটের কলিং বেল সুইচ দিল। আরিয়ান দরজা খুলল। সাগর বললো একটি টিয়া পাখি পেয়েছি। তোমাদের দিয়ে দিতে চাই। আরিয়ান বলল আলহামদুলিল্লাহ, আমাকে দিয়ে দাও সাগর ভাইয়া। সাগর টিয়াপাখিটাকে আদর করে দিয়ে দিলো। টিয়াপাখিটি আরিয়ান পালতে লাগলো। আরিয়ান টিয়াপাখিটিকে অতিথি সালাম বলতে শিখালো। এখন বাসায় কোনো মেহমান আসলে টিয়া পাখি বলে- অতিথি সালাম।

টিয়েপাখি আবার বলে- আল্লাহ আল্লাহ।

মেহমান সবাই আনন্দিত হয়। রাতুল ও সাগর মাঝেমধ্যে টিয়াপাখিটাকে আঙ্গুর, কলা, বেদানা, পাউরুটি খাবার দেয়। হঠাৎ আরিয়ান বলল, সাগর ভাইয়া, আমরা পাখিগুলো খাঁচার মধ্যে আটকে রেখেছি। তাদের আমরা ক’ দিচ্ছি। আমি টিয়াপাখি এবং অন্য পাখিগুলো উন্মুক্ত করে দিব। সাগর ও রাতুল বলল, আরিয়ান হঠাৎ করে তুমি পরিবর্তন হয়ে গেলে কারণ কি? আরিয়ান বলল কারণ কিছুই না। সাগর, রাতুল ও আরিয়ান খাঁচাগুলো বাড়ির পাশে মাঠে ছেড়ে দিল।

পাখিগুলো মুক্ত আকাশে উড়তে লাগলো। সাগর, রাতুল ও আরিয়ান তিনজনেই কেঁদে ফেলল। কারণ তারা পাখিগুলোকে অত্যন্ত আদর করতো। তারা তিনজন মাঠ থেকে বাড়িতে চলে গেল। সন্ধ্যা হলে আবার দেখে বাড়ির বারান্দায় টিয়াপাখি এসে হাজির। টিয়াপাখি বলল তোমাদের মন খারাপ আমার জন্য, আমি তোমাদের কাছে চলে এসেছি। আজ তোমাদের সাথেই থাকবো। আমি মুক্ত আকাশে বা গাছে থাকবো না। আজ তোমাদের সাথেই থাকবো। সাগর রাতুল ও আরিয়ান খুব খুশি হলো। ধন্যবাদ জানালো টিয়াপাখিকে । বললো, ঠিক আছে টিয়াপাখি। তুমি যখন খুশি চলে এসো আবার মুক্ত আকাশে ঘুরে বেড়াও। আমরা আর তোমাকে খাঁচায় ভরে রাখবো না।