পল্লব শাহরিয়ার
রায়ান খুব চঞ্চল ও কৌতূহলী একটি ছেলে। একদিন তার মা তাকে একটি সুন্দর নীল রঙের খাতা এনে দিলেন। বললেন, “এটি তোমার ধন্যবাদ ডায়েরি। প্রতি রাতে তিনটি জিনিস লিখবে, যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ।”
প্রথম দিন রাতে রায়ান লিখল:
১. আজ মা আমার প্রিয় পুডিং বানিয়েছিলেন।
২. বাবা আমাকে পার্কে নিয়ে গিয়েছিলেন।
৩. আমি আজ একটা নতুন বই পেয়েছি।
পরদিন, স্কুলে রায়ান বুঝতে পারল যে, তার বন্ধুদের অনেকেরই হয়তো এত ভালো সময় কাটানোর সুযোগ হয় না। তখন সে মনে মনে বলল, “আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে এত ভালো পরিবার দিয়েছেন।”
কিছুদিন পর, একদিন স্কুল থেকে ফিরে রায়ান খুব মন খারাপ করে বসে থাকল। মা জিজ্ঞেস করলেন, “কী হয়েছে, বাবু?”
রায়ান বলল, “আমার পেন্সিল বক্স হারিয়ে গেছে, আর আজ আমার বন্ধুরা আমাকে খেলতে ডাকেনি। খুব মন খারাপ লাগছে।”
মা হাসলেন, “আজ তোমার ডায়েরিতে কী লিখবে?”
রায়ান বলল, “আজ তো আমার জন্য ভালো কিছু হয়নি!”
মা বললেন, “ভেবে দেখো, আজ কি কিছুই ভালো হয়নি?” রায়ান একটু ভেবে বলল, “আচ্ছা, আজ আমি ক্লাসে স্যার থেকে প্রশংসা পেয়েছি, দুপুরে দাদু আমাকে গল্প শুনিয়েছেন, আর আমি সুস্থ আছি!”
মা বললেন, “দেখলে! খারাপ দিনের মাঝেও ভালো কিছু থাকে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত।”
সেই রাত থেকে রায়ান বুঝে গেল, ছোট ছোট জিনিসের জন্যও কৃতজ্ঞ থাকা উচিত। এখন সে প্রতিদিন আলহামদুলিল্লাহ বলে তার ডায়েরি লিখতে বসে, কারণ সে জানে, কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে খুশিতে ভরিয়ে দেয়।