মো. রবিন ইসলাম

ছোট্ট একটি পাখি। নাম তার টুনটুনি। টুনটুনি খুব দুরন্ত, সারাদিন ডানা মেলে উড়ে বেড়াতো। কিন্তু সে একদম ছোট ছিল, ভালো করে উড়তেও পারত না। তাই তার মা সবসময় চোখে চোখে রাখতেন।

একদিন টুনটুনি ভাবল, “আমি তো বড় হয়ে গেছি! এখন মায়ের কথা না শুনলেও চলবে।” সে চুপিচুপি মায়ের চোখ ফাঁকি দিয়ে উড়ে চলে গেল জঙ্গলের দিকে।

জঙ্গল খুব ভয়ানক! বড় বড় গাছ, হিংস্র বাঘ, বিষাক্ত সাপÑ কত কী! টুনটুনি একটু উড়ে ক্লান্ত হয়ে এক গাছের ডালে বসল। হঠাৎ একটা বনবিড়াল তার দিকে তাকিয়ে দৌড় দিল!

টুনটুনি ভয় পেয়ে জোরে জোরে ডাকতে লাগল, “মা! মা! আমাকে বাঁচাও!”

দূর থেকে টুনটুনির মা সেই ডাক শুনে ছুটে এলেন। মা তার ডানায় টুনটুনিকে জড়িয়ে নিলেন আর বনবিড়ালের দিকে তেড়ে গেলেন। মা পাখির সাহস দেখে বনবিড়াল ভয় পেয়ে পালিয়ে গেল।

টুনটুনি তখন কাঁদতে কাঁদতে বলল, “মা, আমি ভুল করেছি। তোমার কথা শুনিনি। আর কখনো তোমার কথা অমান্য করব না।”

মা টুনটুনিকে আদর করে বললেন, “ভুল করলে শিখতে পারো, কিন্তু মায়ের ভালোবাসা কখনো কমে না। মা সবসময় তোমার পাশে থাকবে। মায়ের কথা শুনলে বিপদে পড়বে না।