সিলেটের প্রবীণ ব্যবসায়ী সমাজসেবী এম. মুহিবুর রহমান তার ব্যক্তিগত লাইব্রেরিটি দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরিতে দান করেছেন। তার ব্যক্তিগত লাইব্রেরিতে প্রাচীন অসংখ্য টাইম ম্যাগাজিনসহ প্রায় দেড় হাজার মূল্যবান গ্রন্থ রয়েছে।
সম্প্রতি এম. মুহিবুর রহমান তার ব্যক্তিগত লাইব্রেরির বইসমুহ সাহিত্য সংসদের লাইব্রেরি সম্পাদক নাজমুল আনসারীর কাছে হস্তান্তর করেন। এসময় সাহিত্য সংসদের সহসভাপতি আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আউয়াল উপস্থিত ছিলেন। সাহিত্য সংসদকে ব্যক্তিগত লাইব্রেরি দান করায় এম. মুহিবুর রহমানকে সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, তার দানকৃত বই অধ্যয়নের মাধ্যমে সংসদের লাইব্রেরি ব্যবহারকারীরা উপকৃত হবেন।
-নাজমুল আনসারী