সৃজনশীল সাহিত্য সংগঠন - গানের কবি প্রাণের কবি নজরুল আয়োজিত কবি ফররুখ আহমদের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০ জুন ২০২৫, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩২ মঙ্গলবার বাদ আসর ঢাকাস্থ শাহ্জাহানপুরে কবি বেনজির বাগান মসজিদের পাশে শায়িত আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান কবি ফররুখ আহমদের জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। ছড়াকার ফরিদ সাইদ’র সভাপতিত্বে ও কবি সৈয়দ নাজমুল আহসান’র সঞ্চালনায় কবি ফররুখ আহমদ’র জীবন ও কর্মের উপর আলোচনায় আলোচকবৃন্দ কবি ফররুখ আহমদকে মানবতার কবি ও গণমানুষের কবি উল্লেখ করে কবি ফররুখ আহমদের অসাধারণ সৃষ্টিকর্ম পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয় এবং কবি ফররুখ আহমদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী সারাদেশে সরকারি ভাবে পালনের আহবান জানানো হয়।
আলোচনা ও দূ’আয় অংশগ্রহণ করেন কবি ফররুখ আহমদ পুত্র- ওয়াহিদুজ্জামান বাচ্চু, ডাঃ মআআ মুক্তাদীর, কবি ও সম্পাদক তৌহিদুর রহমান, এডভোকেট কে এম আশরাফ, কবি গোলাম মোস্তফা তাপস, কবি হাসান আখতার, কবি গিয়াস হায়দার, কবি শেখ মোহাম্মদ নুরুজ্জামান, কবি মুজাহিদ হাসান, রিয়াদ মাহমুদ খান। দূ’আ ও মোনাজাত পরিচালনা করেন কবি বেনজির আহমদ পরিবারের সদস্য আব্দুল করিম।
-ফরিদ সাইদ