সাহিত্য ও সংস্কৃতি
আল মাহমুদ চর্চায় বিশেষ অবদানের জন্যে শাহ আব্দুল হালিম (র.) পদক পেলেন চার গুণী
কবি আল মাহমুদ-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালকুঠি সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কবি আল মাহমুদ এর জীবন ও সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্যে পদক পেলেন চার গুণীজন।
Printed Edition

কবি আল মাহমুদ-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালকুঠি সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কবি আল মাহমুদ এর জীবন ও সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্যে পদক পেলেন চার গুণীজন। তারা হলেন অধ্যাপক কবি মহিবুর রহিম, কবি সাজ্জাদ বিপ্লব, কবি আবিদ আজম ও কবি শাকিল মাহমুূদ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ‘নজরুল গবেষক, লেখক ও সমাজচিন্তক, নজরুল ইন্সটিটিউটের সম্মানিত ট্রাস্টি জনাব মো জেহাদ উদ্দিনকেও আল মাহমুদ সন্মান সূচক ক্রেস্ট উপহার দেয়া হয়।
গত ২২/০২/ ২০২৫ ইং তারিখ শনিবার সকাল ১০ টায় লালকুঠি সাহিত্য পরিষদ -এর উদ্যোগে মিরপুর লালকুঠি দরবার শরীফ পাঠাগার মিলনায়তনে লালকুঠি সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি আমিন আল আসাদ-এর সঞ্চালনায় ‘কবি ও কথাশিল্পী আল মাহমুদ ঃ ভাটি বাংলার জনজীবনের সফল চিত্রকর’ শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠের অনুষ্ঠানে উক্ত পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ফররুখ গবেষণা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কালচারাল রিসার্চ সেন্টার এর নির্বাহী পরিচালক জনাব এমদাদুল হক চৌধুরী, পদক প্রাপ্ত বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন অধ্যাপক কবি মহিবুর রহিম, কবি তাজ ইসলাম (যিনি কবি সজ্জাদ বিপ্লবের পক্ষে পদক গ্রহণ করেন) কবি আবিদ আজম ও কবি শাকিল মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী ও গীতিকার জনাব লিটন হাফিজ, আলোচনায় অংশ নেন ত্রৈমাসিক সাহিত্য লিটিল ম্যাগাজিন বর্গমূল সম্পাদক কবি রহমতুল্লাহ খন্দকার এবং সাহিত্যের ছোট কাগজ ‘পাঠকপত্র’ সম্পাদক কবি আবুল খায়ের নাঈমুদ্দীন। কবিতা পাঠ করেন কবি ক্বারী ওবায়দুল্লাহ, কবি এস এম শফিউল্লাহ, জনাব আবু তাহের, কবি হুমায়ুন মোহাম্মদ, কবি শাহনওয়াজ তাবীব, রাজিন শারাফি ও ইউজার্সিফ মোহাম্মদ আদনান।
- - মোহাম্মদ হাবীবুর রহমান