গত শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩.০০টায় বাংলা একাডেমির জসীমউদ্দিন ভবনের সৈয়দ ওয়ালী উল্লাহ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনটির উদ্বোধনী পর্বে কবি আফসার নিজামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কবি আব্দুল হাই শিকদার বলেন, ‘সাহিত্যের পথপরিক্রমায় পত্রিকা হিসেবে তাইরান এক ব্যতিক্রমি চমৎকার উদ্যোগ নিয়েছে। আমি এ পত্রিকাটির শতায়ু কামনা করি।’

সেমিনার পর্বে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গল্পকার মুজতাহিদ ফারুকীর সভাপতিত্বে প্রফেসর জসীমউদ্দিন উপস্থাপিত “বিশ্বসাহিত্য থেকে বাংলাদেশ : লিটল ম্যাগাজিনের গতিপ্রকৃতি এবং ‘তাইরান’-এর প্রতিশ্রুতি” শীর্ষক প্রবন্ধ আলোচনায় প্রধান অতিথি বিশিষ্ট ব্যাংকার মো: আব্দুল মান্নান বলেন, ‘ভাটি বাংলার এ অঞ্চলের মানুষের ঐতিহ্যগত ইতিহাস ধারা অনেক বৈচিত্র্যময় ও সম্মৃদ্ধ। সাহিত্যের এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের সেই সমৃদ্ধধারাকে মানুষের সামনে তুলে ধরতে হবে।’

সমাপণী ও তাইরান লেখক সম্মাননা ২০২৫ প্রদান পর্বে কবি রহমান হেনরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে এনবিআরের সদস্য (প্রশাসন) জনাব মুতাসিম বিল্লাহ ফারুকী তার বক্তব্যে বলেন, ‘তাইরানের এমন শৃঙ্খল আয়োজন আমাকে আপ্লুত করেছে। তাইরান এই সম্মৃদ্ধির পথ ধরে অনেক দূর এগিয়ে যাবে এবং সমাজের কাক্সিক্ষত পরিবর্তনে জোরালো ভূমিকা রাখবে এমন প্রত্যাশা করি।

এ সময় উপস্থিত মেহমানরা তাইরান লেখক সম্মাননা ২০২৫ প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। সম্মাননা প্রাপ্তরা হলেন, ছোটগল্পে ফিরোজ আহমদ, কবিতায় নয়ন আহমেদ, চারুশিল্পে ফরিদী নুমান, ছড়ায় ফরিদ সাঈদ, প্রবন্ধে মোহাম্মদ জসীম উদ্দীন, অনুবাদে তানজিনা বিনতে নূর এবং তরুণ লেখক হিসেবে সম্মাননা পান মরিয়াম মুন্নী, জীনাত রহমান, আবুল হাসান জারজিস, আজীজ হাকিম।

তানজিনা বিনতে নূর ও ফয়েজ বিন আকরামের উপস্থাপনায় উপভোগ্য এ সম্মেলনের স্বাগত বক্তব্যে কবি ও তাইরান সম্পাদক তাসনীম মাহমুদ বলেন, ‘তাইরান একটি অরাজনৈতিক সাহিত্য পত্রিকা। নির্দিষ্ট কোনো রাজনীতির সংস্রব এখানে নেই। রাজনৈতিক কোনো বক্তব্যও আমাদের কাম্য নয়। তবে, এই পত্রিকা দেশ এবং দেশের অধিকাংশ জনগণের ঐতিহ্যগত চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রকাশ ভঙ্গিকে যদি আপনাদের কাছে কোনো রাজনৈতিক কার্যক্রম মনে হয়, তাহলে এটিই তাইরানের রাজনীতি।’

সম্মেলনে “তাইরান” ৫ম সংখ্যা এবং তাসনীম মাহমুদ’র ৪র্থ কাব্যগ্রন্থ “আগুনের ফুলকি নাচে” বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়। সভাপতির বক্তব্যের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে গান, কবিতা এবং জুলাই বিপ্লবের ওপর নির্মিত মঞ্চ নাটক উপস্থাপন করা হয়।

সম্মেলনটিতে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক কর্নেল আশরাফ আল দীন, কবি মোশাররফ হোসেন খান, কবি ও সম্পাদক জাকির আবু জাফর, কবি মনসুর আজিজ, ড. ইয়াহহিয়া মান্নান, শিক্ষা অনুরাগী মোস্তাফিজ শিহাব, নজরুল গবেষক এমদাদুল হক চৌধুরী, ছড়াকার আতিক হেলাল, কবি মাহমুদুল হাসান নিজামী, অ্যাডভোকেট শাহানারা স্বপ্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মিজানুর রহমান, মাহবুব মুকুল, শামসুল আবেদীন প্রমুখ।

-ফারজানা তাসফিয়া