আধুনিক বাংলা কবিতার প্রধান কবি আল মাহমুদ এর জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর আয়োজনে সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সাহিত্য সংসদ এর সভাপতি ডা, মো সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন গীতিকার ও সাহিত্য সমালোচক হুসেইন আলমগীর। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। আলোচনায় অংশ নেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, নয়া দিগন্ত জেলা প্রতিনিধি এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আহম মুশতাকুর রহমান ও নজরুল একাডেমি জেলা শাখা সভাপতি সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী। আবৃত্তিকার রাফি নাহিদ, ফুয়াদ হাসান ও সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি কবি জাকির আবু জাফর বলেন, বাংলা সাহিত্যের মেধাবী কবি আল মাহমুদের কাব্য ও সাহিত্য না পড়ে কেউ শিক্ষিত হতে পারবে না। অপশক্তির বিরুদ্ধে তিনি একাই সাংস্কৃতিক লড়াই করে গেছেন। মানুষকে মানুষ হবার প্রেরণা দেন কবি আল মাহমুদ। কারণ প্রকৃত মানুষ না হলে মানুষের অধিকার মানুষ কেড়ে নেয়।

-গাজী গিয়াস উদ্দিন