ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর ইবাদতের জন্য এবং সুন্দর জীবন পরিচালনার উদ্দেশ্যে। এজন্য তিনি কিছু নিয়ম-কানুন ও সীমারেখা নির্ধারণ করেছেন। এগুলো মানলে মানুষ শান্তি ও নিরাপত্তা লাভ করে। আর অমান্য করলে দুনিয়া ও আখিরাতে ক্ষতির সম্মুখীন হয়। কুরআন ও হাদিসে সীমা লঙ্ঘনের ভয়াবহ পরিণতির কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই একজন মুমিনের জন্য সীমালঙ্ঘন থেকে বিরত থাকা অপরিহার্য।
সীমালঙ্ঘনের কুরআনে সতর্কবার্তা : আল্লাহ তাআলা বলেন, এগুলো আল্লাহর সীমারেখা, কাজেই এগুলো লঙ্ঘন করো না। যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, নিশ্চয় সে নিজের উপর জুলুম করে।-(সুরা আত-তালাক, ৬৫:১) আরেক আয়াতে বলা হয়েছে-যে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হয় এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, যেখানে সে চিরস্থায়ী হবে এবং তার জন্য অপমানজনক শাস্তি থাকবে।” (সুরা আন-নিসা, ৪:১৪) এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয় যে সীমা লঙ্ঘন করা শুধু একটি গোনাহ নয়, বরং মানুষের জন্য চিরন্তন ধ্বংস ডেকে আনে।
হাদিসে সীমালঙ্ঘনের ভয়াবহতা : রাসূলুল্লাহ (সা:) সীমা লঙ্ঘনের পরিণতি বোঝাতে বলেছেন: সাবধান! প্রত্যেক বাদশাহের কিছু সীমারেখা থাকে। আল্লাহর সীমারেখা হলো তিনি যা হারাম করেছেন। যে সীমার কাছাকাছি ঘোরাফেরা করে, সে তাতে পতিত হয়ে যায়।” (সহিহ বুখারি, হাদিস ৫২; সহিহ মুসলিম, হাদিস ১৫৯৯) অন্য হাদিসে তিনি সতর্ক করেছেন:-যখন কোনো সমাজে সীমা লঙ্ঘন প্রকাশ্যে হতে থাকে, তখন তাদের মধ্যে এমন রোগ ও মহামারি ছড়িয়ে পড়ে, যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না।” (ইবনে মাজাহ, হাদিস ৪০১৯) এ থেকে বোঝা যায়, সীমা লঙ্ঘনের পরিণতি শুধু আখিরাতেই নয়, বরং দুনিয়াতেও ভয়াবহ বিপদ ডেকে আনে।
দুনিয়াবি ও আখিরাতের পরিণতি : সীমালঙ্ঘনের ফলে সমাজে অশান্তি ছড়িয়ে পড়ে * রোগ-বালা ও মহামারি দেখা দেয় * বরকত উঠে যায় * আর আল্লাহর গজব নেমে আসে। অন্যদিকে আখিরাতে এর পরিণতি হলো জাহান্নামের আগুন ও চিরস্থায়ী শাস্তি।
ইতিহাসের উদাহরণ : কুরআনে বর্ণিত হয়েছে, বহু জাতি সীমালঙ্ঘনের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যেমন আদ জাতি অহংকার ও অবাধ্যতার কারণে ধ্বংস হয়েছিল।
* সামুদ জাতি নবীর প্রতি অবাধ্য হয়ে শাস্তি পেয়েছিল।
* বনী ইসরাইল আল্লাহর সীমালঙ্ঘন করায় বারবার গজবের সম্মুখীন হয়েছিল। এগুলো কেবল কাহীনি নয়, বরং বাস্তব উদাহরণ যা থেকে শিক্ষা নেওয়া জরুরি।
পরিশেষে বলা যায়, সীমা লঙ্ঘনকারীর পরিণতি ভয়াবহ। কুরআন ও হাদিসে এ বিষয়ে সুস্পষ্ট সতর্কবাণী এসেছে। সীমালঙ্ঘন মানে আল্লাহর বিধান অমান্য করা, যা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। দুনিয়াতেও এর ফল হিসেবে দুর্যোগ, মহামারি ও অশান্তি দেখা দেয়।
আল্লাহ বলেন, যারা আল্লাহর সীমারেখাকে সম্মান করে, নিশ্চয়ই তা তাদের অন্তরের তাকওয়ার প্রমাণ।”(সুরা হাজ্জ, ২২:৩২) অতএব, তাকওয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সীমালঙ্ঘন থেকে বিরত থাকা অপরিহার্য।
লেখক : প্রাবন্ধিক।