প্রফেসর তোহুর আহমদ হিলালী
আল্লাহপাক সর্বশেষ রসুল পাঠান আমাদের প্রিয়তম নবী মুহাম্মাদ (সা.)-কে এবং সে সাথে কিতাব দেন পবিত্র আল কুরআন। রসুলুল্লাহ (সা.)-এর কাজ ছিল মানুষের কাছে কুরআন পাঠ করে শোনানো ও মানুষকে পরিশুদ্ধ (তাজকিয়া) করা। কুরআনের এ দাওয়াতে মানুষের সাড়া দেয়ার কারণে আবু জেহেল ও আবু লাহাবের মতো মক্কার নেতাদের মধ্যে অস্থিরতা দেখা দেয় এবং তারা সিদ্ধান্ত নেয়, পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি কর্তৃক সর্বোত্তম কিতাব পাঠকে বাধাগ্রস্ত করতে। আল্লাহপাক নিজেই কাফেরদের এ ঘৃণ্য আচরণের পরিণতি বলেছেন জাহান্নাম এবং কিয়ামত পর্যন্ত আবু জেহেল ও আবু লাহাবের উত্তরসূরীদের জন্য এতে শিক্ষা রয়েছে। আসলে শয়তান তাদেরকে মোহগ্রস্ত করে রাখে। আল্লাহপাকের বাণী, ‘এসব কাফেররা বলে, এ কুরআন তোমরা কখনো শুনবে না। আর যখন তা শুনানো হবে তখন হট্টগোল বাধিয়ে দেবে। হয়তো এভাবে তোমরা বিজয়ী হবে। আমি এসব কাফেরদের কঠিন শাস্তির মজা চাখাবো এবং যে জঘন্যতম তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে তার পুরো বদলা তাদের দেবো। প্রতিদানে আল্লাহর দুশমনরা যা লাভ করবে তা হচ্ছে দোযখ। সেখানেই হবে তাদের চিরদিনের বাসস্থান। তারা আমার আয়াতসমূহ অস্বীকার করতো। এটা তাদের সে অপরাধের শাস্তি। সেখানে এসব কাফেররা বলবে, ‘হে আমাদের রব, সেসব জিন ও মানুষকে আমাদের দেখিয়ে দাও যারা আমাদের পথভ্রষ্ট করেছিল। আমরা তাদের পদদলিত করবো, যাতে তারা লাঞ্ছিত ও অপমানিত হয়।
যারা ঘোষণা করেছে, আল্লাহ আমাদের রব, অতঃপর তার ওপরে দৃঢ় ও স্থির থেকেছে নিশ্চিত তাদের কাছে ফেরেশতা আসে এবং তাদের বলে, ভীত হয়ো না, দুঃখ করো না এবং সে জান্নাতের সুসংবাদ শুনে খুশি হও, তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আমরা এ দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু এবং আখেরাতেও। সেখানে তোমরা যা চাবে তাই পাবে। আর যে জিনিসেরই আকাক্সক্ষা করবে তাই লাভ করবে। এটা সে মহান সত্তার পক্ষ থেকে মেহমানদারির আয়োজন। তিনি ক্ষমাশীল ও দয়াবান’। সূরা হা-মীম আস সাজদাহ ২৬-৩২
রসুল (সা.)-এর মক্কী জীবনের শেষের দিকে অবতীর্ণ এই সূরাটি। সে সময়ে রসুল (সা.)-এর দাওয়াতী কাজে প্রচণ্ড বিরোধিতা শুরু হয়ে গিয়েছিল। একদিকে ছিল জুলুমকারী আরবের কাফের-মুশরিকদের অবস্থান, অপরদিকে ছিল জুলুম-নির্যাতনের শিকার স্বল্পসংখ্যক মুসলমান। দু পক্ষের আচরণ যেমন ছিল ভিন্ন, তেমনি তাদের পরিণতিও অবশ্যম্ভাবী ভিন্নতরই হবে। কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্য নাম ও বংশে নয়; বরং পার্থক্য হলো তাদের ঈমান ও আমলে। তাই কারো নাম রবার্টসন বা তারা সিং-এ জন্য সে কাফের বা কারো জন্ম মুসলিম বংশে না হয়ে অন্য বংশে হয়েছে তাই সে কাফের-ইসলাম তা স্বীকার করে না। নবীর ঘরে জন্মগ্রহণ করেও নূহ (আ.)-এর ছেলে মুসলমান হতে পারেনি। আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করে হযরত ইব্রাহিম (আ.) শুধু মুসলমানই নন, বরং মুসলিম জাতির পিতা হয়েছেন। এখানে কাফেরদের একটি আচরণ তুলে ধরে বলা হয়েছে যে, ওরা কুরআনের বিরোধী এবং একই সাথে বলা যায় যে, যারা কুরআনের বিরোধী তারাই কাফের।
রসুল (সা.) সুদীর্ঘ ৪০ বছর তার সমাজে বসবাস করেছেন এবং অসাধারণ চরিত্র ও ব্যক্তিত্বের কারণে তিনি সকলের আস্থা কুড়িয়েছেন। বাণীবাহক ফেরেশ্তার মাধ্যমে তার ওপর কুরআন অবতীর্ণ হলে তিনি প্রথমে গোপনে এবং পরে আল্লাহর নির্দেশক্রমে প্রকাশ্যে প্রচার শুরু করলে আরবের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও তাদের প্ররোচনায় সাধারণ মানুষ বিরোধিতা শুরু করে। কুরআন আল্লাহর কালাম। এর অসাধারণ ভাষাশৈলী ও বক্তব্য সহজেই মানুষকে আকৃষ্ট করতো। তারপরও যদি তা নবী মুহাম্মদ (সা.)-এর পক্ষ থেকে তেলাওয়াত করা হতো, তাহলে তো কোনো কথাই নেই। রসুল (সা.)-এর কাজ প্রসঙ্গে আল্লাহ বলেন-‘তিনি তোমাদের মধ্য থেকে একজনকে রসুল হিসেবে প্রেরণ করেছেন, তার কাজ হলো মানুষকে আল্লাহর আয়াত পড়ে শোনানো ও মানুষকে পরিশুদ্ধ (তাজকিয়া) করা এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়া’। তাই নবী (সা.)-এর দাওয়াতের হাতিয়ার ছিল আল কুরআন। যা কিছুই তার প্রতি অবতীর্ণ হতো তাই তিনি মানুষের কাছে পাঠ করে শোনাতেন। এতে কাফেররা প্রমাদ গুণে। তাই তারা নবী (সা.)-এর দাওয়াতের বিরোধিতার ক্ষেত্রে বেছে নেয় এক নিকৃষ্ট পন্থা- তারা নিজেরা মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার ঝড় তুলেছিল, নতুন কেউ আসলে তার কাছে নবী (সা.) সম্পর্কে বিষোদগার করতো। কিন্তু নবী (সা.)-কে কথা বলার সুযোগ দিতে তারা প্রস্তুত ছিল না। তিনি কথা বলতেন কুরআন দিয়ে। কাফেররা সিদ্ধান্ত নেয় যে, তারা নিজেরা কুরআন শুনবে না এবং কেউ যাতে না শুনতে পায় সে জন্য কুরআন শোনানোর কাজে হৈ-হুল্লোড় করবে, তালি বাজাবে, শীষ দিবে, হাঙ্গামা বাধাবে। শয়তান তাদের দোসর। শয়তান এ কাজগুলোকে তাদের সামনে শোভন করে তুলে ধরে এবং বলে যে, এমন আচরণের মধ্যেই তোমাদের কল্যাণ। সকল যুগে সকল সময়ে ইসলামের দুশমনরা একই পন্থা অবলম্বন করেছে। মসজিদে কুরআনের দরস বা তাফসিরের কথা শুনলেই এক শ্রেণির মানুষের গায়ে জালা ধরে।
কুরআনের নেতা-কর্মীরা অতীতে নানাবিধ জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। কুরআনের সাথে এমন আচরণকারীদের আল্লাহ তার নিজের দুশমন বলে আখ্যায়িত করে তাদের কঠোর শাস্তির হুশিয়ারি এবং শাস্তি হিসেবে চিরস্থায়ী দোযখের কথা বলেছেন। সাধারণ মানুষ নেতা-নেত্রীকেই অনুসরণ করে এবং সমাজে প্রভাবশালীদের প্ররোচনায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে ও তাদের সাথে মিলে কুরআনের কর্মীদের প্রতি অত্যাচার-নির্যাতন করে থাকে। আখেরাতের সেই কঠিন দিনে প্রভাবশালীদের পরিণতি হবে বড়ো ভয়াবহ। সেদিন তাদের অনুসারীরা চাইবে যাদের কারণে আজ তারা আজাবের সম্মুখীন তাদের সেসব নেতা-নেত্রীদের লাঞ্ছিত ও অপমানিত করতে। অবশ্যই নেতা-নেত্রীরা তাদের নিজেদের গুনাহ ও অনুসারীদের গুনাহ একত্র করেই শাস্তি ভোগ করবে।
সীমাহীন জুলুম-নির্যাতন সহ্য করেও যারা দ্বীনের পথে অবিচল থাকে এখানে তাদেরকে সান্ত্বনা দেয়া হয়েছে। আল্লাহকে রব মেনে দৃঢ় থাকার অর্থ হলো সর্বাবস্থায় আল্লাহর আনুগত্যে অবিচল থাকা। অর্থাৎ বিপদ-মুছিবতে ঘাবড়ে গিয়ে দীন থেকে ফিরে না যাওয়া। এদের জন্যই আল্লাহপাক ফেরেশ্তা নাজিল করেন, যাদের কাজ হলো মুমিনদের বিপদ-মুছিবতে অবিচল রাখা। চর্মচোখে ফেরেশতাদের দেখা না গেলেও অন্তরে অনুভব করা যায়, যার প্রেক্ষিতে মুমিনরা শক্তি-সাহস অনুভব করেন এবং ফাঁসির মঞ্চেও সত্যের জয়গান গেয়ে থাকেন। এ সমস্ত মুমিনদের জন্য জান্নাতের সুস্পষ্ট ঘোষণা রয়েছে। আল্লাহর এ ওয়াদায় খুশি থাকার জন্য মুমিনদের আহবান জানানো হয়েছে। আখেরাতে কাউকে পুরস্কার বা শাস্তি আল্লাহর ইলমের ভিত্তিতে নয় বরং মানুষের আমলের ভিত্তিতেই প্রদান করা হবে। তাই আল্লাহ মাঝে-মধ্যেই বলেছেন-আল্লাহকে অবশ্যই দেখে নিতে হবে ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এখানে মুমিন ও কাফের উভয়কেই আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। কাফেরের পরীক্ষা হচ্ছে সে কতখানি সীমালঙ্ঘন করতে পারে, আর মুমিনের পরীক্ষা সে কতখানি ধৈর্য অবলম্বন করতে পারে। দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। কিন্তু আখেরাতের জীবনটা সীমাহীন। দু’টি জীবন গুরুত্বপূর্ণ হলেও মুমিন প্রাধান্য দেয় আখেরাতের জীবনকে। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে মুমিন দুনিয়ার জীবনটাকে খুব সহজেই অবজ্ঞা করতে পারে। যেমন ফেরাউনের যাদুকররা বলেছিল-‘তুমি বড়জোর আমাদের দুনিয়ার জীবনকে বরবাদ করে দিতে পারো’। আর আল্লাহর বক্তব্যও তাই-‘আল্লাহর পথে সংগ্রাম করার যোগ্য কেবল তারাই যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করে দিতে পারে’। তাই মানবীয় কৌশল যত নিখুঁতই হোক আল্লাহর পথে চলতে গেলে পরীক্ষা আসবেই। আল্লাহর কাছে আমাদের একান্ত প্রার্থনা-যে পরীক্ষায় টিকে থাকা আমাদের পক্ষে সম্ভব নয় এমন পরীক্ষায় যেন তিনি আমাদের না ফেলেন। আমিন।
লেখক : শিক্ষাবিদ ও প্রাবন্ধিক