॥ হানিফ মোঃ ফয়সাল ॥

বাংলাদেশের সর্বপ্রথম শরী’আহ্ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসি (আইএফআইপিএলসি), শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি আস্থা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার নাম। ইসলামী শরী’আহ্ মোতাবেক পরিচালিত হওয়ায় এখানে গ্রাহকদের অর্থ ন্যায্য এবং কল্যাণমূলক ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে। গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা কেবল আইনগত দায় নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্বও। এ কারণে আইএফআইপিএলসিতে চালু রয়েছে কঠোর রিস্ক ম্যানেজমেন্ট কাঠামো যার মধ্যে রয়েছে নিরীক্ষা বিভাগ এবং শরী’আহ্ সুপারভাইজরি কমিটি। সবচেয়ে বড় কথা হচ্ছে আইএফআইপিএলসি গুরুত্ব দিচ্ছে গ্রাহকের আস্থাকে। আর এ গ্রাহক আস্থাই প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে রেখেছে। অন্যদিকে, আমানত বাড়ানোর ক্ষেত্রে আইএফআইপিএলসি এর কৌশলগত অগ্রাধিকার হলো উন্নত গ্রাহকসেবা, উদ্ভাবণী পণ্য, প্রযুক্তি নির্ভরতা এবং ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাংকিং। বর্তমানে দেশব্যাপী ৭টি শাখা গ্রাহকদের দিচ্ছে নির্ভরযোগ্য সেবা। গ্রহকদের চাহিদা অনুযায়ী আইএফআইপিএলসি-তে রয়েছে পূর্ণাঙ্গ ইসলামী শরী’আহ পদ্ধতিতে পরিচালিত বিভিন্ন ধরনের আমানত পণ্যের সমাহার।

মুদারাবা লাখপতি/মিলিয়নিয়ার/কোটিপতি ডিপোজিট স্কীম : মুদারাবা এ প্রকল্পটি এমনভাবে সাজানো হয়েছে যে, যেকোন গুণিতক প্রতি মাসে সঞ্চয় করে নির্ধারিত মেয়াদান্তে গ্রাহক তার চাহিদা অনুযায়ী লাখপতি/ মিলিয়নিয়ার/ কোটিপতি হয়ে উঠতে পারবেন।

মুদারাবা দ্বিগুণ (সম্ভাব্য)/তিনগুণ (সম্ভাব্য) স্কীম : এ স্কীমের আওতায় ৫ বছর ৫ মাস ৫ দিনে ইনশাআল্লাহ্ জমানো টাকা দ্বিগুণ হবে। অত্যন্ত আকর্ষণীয় এ স্কীম সঞ্চয়কারীর সুনির্দিষ্ট ভবিষ্যত প্রয়োজন মেটানোর জন্য বিশেষ সহায়ক । অন্যদিকে, মাত্র ৮ বছর ৮ মাস ৮ দিনে জমানো টাকা তিনগুণে উন্নীত হবে ইনশাআল্লাহ। দীর্ঘ মেয়াদী চাহিদা পূরণে এ স্কীম অত্যন্ত উপযোগী ও লাভজনক ।

মুদারাবা মেয়াদি আমানত : আপনার পছন্দমত মেয়াদের জন্য আমানত রাখুন আইএফআইপিএলসি এর যেকোন শাখায়। শরী’আহ্ অনুমোদিত খাতে বিনিয়োগের মাধ্যমে আপনার সঞ্চিত অর্থের বিপরীতে মেয়াদ অনুপাতে প্রদত্ত ওয়েটেজের ভিত্তিতে আকর্ষণীয় মুনাফা প্রদান করা হয়। এককালীন জমার বিপরীতে ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর ও তদুর্ধ্ব মেয়াদেও এ হিসাব খোলা যায়। আপনার কষ্টার্জিত এককালীন জমার বিপরীতে শরীয়াহ্ অনুমোদিত লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে হালাল উপার্জনে সহায়তা করাই এ স্কীমের উদ্দেশ্য। উল্লেখ্য যে, নিতান্ত প্রয়োজনে মোট সঞ্চয় থেকে সাবুল ফুলূস/এসওডি উত্তোলন সুবিধা নিতে পারবেন।

মুদারাবা ক্যাশ ওয়াক্ফ স্কীম : এটি সদকায়ে জারিয়া বা অব্যাহত সওয়াব প্রাপ্তির অন্যতম এক মাধ্যম যা মৃত্যুর পরও আপনার আমলনামায় নেকী পৌছার নিশ্চিত উৎস হিসেবে কাজ করবে। আপনার এককালীন বা মাসিক কিস্তি আকারে জমাকৃত অর্থের মাধ্যমে অর্জিত মুনাফা আপনার মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠানকে প্রদান বা আপনার পক্ষে দান করবে আইএফআইপিএলসি। ওয়াক্ফকারী এককালীন অথবা নির্দিষ্ট পরিমাণ টাকা কিস্তি আকারে ক্যাশ ওয়াক্ফ হিসাবে জমা করতে পারবেন। তবে ওয়াক্ফ স্কীমের সর্বনি¤œ মোট পরিমাণ (এককালীন/কিস্তিতে) ১,০০,০০০/= (এক লক্ষ টাকা) হবে। সর্বনি¤œ কিস্তির পরিমাণ ১,০০০/= (এক হাজার টাকা)। ওয়াকিফ বা ওয়াক্ফকারী নিজে, মুতাওয়াল্লী/মুতাওয়াল্লীগণের সকলের মৃত্যু হলে এবং মুনাফা বন্টনের জন্য তাদের মনোনীত আর কেউ না থাকলে মুনাফার অর্থ ‘আইএফআই ফাউন্ডেশন’ নির্ধারিত কর্মসূচীর আওতায় বন্টনের দায়িত্ব নিতে পারবে। ঘোষিত অর্থের জমা সম্পূর্ণ হলে ‘ওয়াক্ফ সনদ’ প্রদান করা হবে। সমাজকল্যাণে অবদান রাখতে ইচ্ছুকদের জন্য এটি একটি প্রশংসনীয় প্ল্যাটফর্ম।

সকল সেবা পণ্যের ক্ষেত্রেই রয়েছে বিকাশ ও নগদের মাধ্যমে খুব সহজে অর্থ জমা দেয়ার সুবিধা। গ্রাহকদের সুবিধার জন্য যোগাযোগ : ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসি, ইম্পেটাস সেন্টার (৪র্থ তলা) ২৪২/বি, তেজগাঁও-গুলশান লিংক রোড, তেজগাঁও, ঢাকা-১২০৮, ই-মেইল : [email protected], ওয়েব : www.ifilbd.com, মোবাইল : ০১৭৬৬৬৬৫৭৮৭।

লেখক : রএসপিও, জনসংযোগ বিভাগ, আইএফআইপিএলসি।