জারিয়াতুল হাফসা

সোশ্যাল বিজনেস হল এমন একটি ব্যবসার ধরন যার মূল লক্ষ্য হলো সামাজের সমস্যা সমাধান করা; মুনাফা অর্জন করা নয়। এ ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো ব্যবসার জারিয়াতুল হাফসা মাধ্যমে সমাজের উপকার করা, বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ ফিরে পাবেন, যে লাভ হয় তা পুনরায় ব্যবসা বিনিয়োগ করা, সমাজ কল্যাণের অগ্রগতি সাধন এবং এটি স্বনির্ভর ও টেকসই ব্যবসা পদ্ধতি।

সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসায় ধারণাটির প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস। দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে তিনি ক্ষুদ্র ঋণ ক্ষেত্র ‘গ্রামীণ ব্যাংক’ প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য এ অর্থনীতিবিদ শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন। নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনুস প্রবর্তিত সামাজিক ব্যবসায় এক ধরনের অর্থনৈতিক প্রকল্প যার মূল লক্ষ্য মুনাফার পরিবর্তে মানব কল্যাণ।

সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠার পটভূমি : ২০০৬ সালে সমাজ কল্যাণের তাগিদ থেকে ড. মুহম্মদ ইউনূস ফ্রান্সের বহুজাতিক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান Danone এর সঙ্গে যৌথভাবে Grameen-Danone Foods Ltd. প্রতিষ্ঠা করেন। এটি ছিল তার গৃহীত প্রথম সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসায় উদ্যোগ। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল দরিদ্র শিশুদের অপুষ্টি দূর করা। এই প্রকল্পে অর্জিত মুনাফা বিনিয়োগকারী গ্রহণ না করে আবার সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে ব্যবসায় বিনিয়োগ করে। সোশ্যাল বিজনেসটি আন্তর্জাতিক পর্যায়েও অর্থনৈতিক মডেল হিসেবে ছড়িয়ে পড়ে এবং গ্রহণযোগ্যতা পায়। ইউনূস সামাজিক ব্যবসায় বা ইউনূস সোশ্যাল বিজনেস (ওয়াই এস বি) ২০০৬ সালেই গঠিত হয়। যার প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসহ সাসকিয়া ব্রুইস্টেন, সোফি আইজেনম্যান। প্রতিষ্ঠানটির সদর দপ্তর জার্মানির বার্লিনে এবং এর বাণিজ্য অঞ্চল বাংলাদেশ সহ ব্রাজিল, কলম্বিয়া, ভারত, কেনিয়া, উগান্ডা পর্যন্ত বিস্তৃত।

সামাজিক ব্যবসায় সংক্রান্ত বই : ২০০৮ সালে ড. মুহম্মদ ইউনূস “ Creating a World Without Poverty Social Business and the Future of Capitalism” নামক বিখ্যাত বই প্রকাশ করেন। যেখানে তিনি পুঁজিবাদী অর্থব্যবস্থার সীমাবদ্ধতা ও সামাজিক ব্যবসায় এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সামাজিক ব্যবসায়ের সাতটি মূলনীতি : ড. মুহম্মদ ইউনূস প্রদত্ত সোশ্যাল বিসনেস ধারণাটি সাতটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত। নীতিগুলো হলো :

১. সমস্যা সমাধানই মুখ্য লক্ষ্য (লাভ নয়)।

২. আর্থিক ও অর্থনৈতিকভাবে টেকসই হতে হবে।

৩. লাভ গ্রহণ নয়, মূলধন ফেরত।

৪. লাভ পুনরায় ব্যবসায়ে বিনিয়োগ।

৫. পরিবেশবান্ধব।

৬. কর্মীদের ন্যায্য মজুরি ও ভালো কর্মপরিবেশ।

৭. আনন্দ ও গর্ব নিয়ে কাজ করা।

সামাজিক ব্যবসায়ের কয়েকটি উদাহরণ :

১. গ্রামীণ-ডানোন (Grameen-Danone Foods Ltd.): এটি বাংলাদেশ (Grameen) এবং ফ্রান্স (Danone) -এর যৌথ উদ্যোগে গঠিত। যার উদ্দেশ্য শিশুদের অপুষ্টি দূর করা এবং এ প্রতিষ্ঠানটির পণ্য ‘শক্তি দই’-কম দামে পুষ্টিকর দই।

২. গ্রামীণ শক্তি (Grameen Shakti): যেটি প্রায় ২০ লাখের বেশি সৌর হোম সিস্টেম চালু করেছে। এর উদ্দেশ্যেই গ্রামীণ এলাকায় পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ সরবরাহ করা।

৩. গ্রামীণ ইউনিক্লো (Grameen Uniqlo): এর সহযোগী প্রতিষ্ঠান জাপানের টহরয়ষড়.এ প্রতিষ্ঠানটির উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পোশাক সরবরাহ করা।

৪. গ্রামীণ চক্ষু হাসপাতাল (Grameen eye care hospital): যার উদ্দেশ্য কম খরচে চক্ষু চিকিৎসা দেয়া। সাথে বিপুল মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যও সাধিত হয়।

সোশ্যাল বিজনেস হলো দরিদ্রতা ও সামাজিক সমস্যার বিপরীতে এক প্রকল্প। যাতে ব্যবসা করাও সম্ভব হয় এবং এর মূল লক্ষ্য মানবকল্যাণও সাধিত হয়। বর্তমান বিশ্বের কাছে সামাজিক ব্যবসায় ধারণাটি অসাধারণ পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে পরিচিতি পাচ্ছে।

লেখক : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়