॥ হামদুল্লাহ আল মেহেদী ॥

‘দুনিয়ার মজদুর একহও লড়াই কর’ শ্লোগানে মুখরিত পল্টন-দৈনিক বাংলা এলাকা। ১৯৭৮ সালের কোন এক বিকেলে শত শত ঠেলাগাড়ি নিয়ে শ্রমিকদের দাবি আদায়ের মিছিল। এর আগে ঢাকাবাসীর কখনও না দেখা ব্যতিক্রম এ মিছিলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ফারাক্কা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাওলানা আবদুল মতিন।

আজ মহান এ ব্যক্তির মৃত্যুর ২৯ বছর। ১৯৯৬ সালের এ দিনে মৃত্যুবরণ করেন প্রখ্যাত এ শ্রমিকনেতা।

প্রতিষ্ঠাকালীন জাসদের কেন্দ্রীয় এ নেতা ধর্মীয় বিতর্কে জাসদ ত্যাগ করে ১৯৭৪ সালের ২২ সেপ্টেম্বর লেবার পার্টি প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল প্রতিষ্ঠা হলে ১৪ টি রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ লেবার পার্টিও নিষিদ্ধ হয়। ১৯৭৭ সালে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার অনুমতি দিলে লেবার পার্টি মাওলানা মতিনের নেতৃত্বে পুনরায় কাজ শুরু করে।

জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৮ সালের ৭ মে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন হলে শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ, মশিউর রহমান যাদু মিয়ার নেতৃত্বে ন্যাপ, বিচারপতি আবদুস সাত্তারের জাগদল, মাওলানা আবদুল মতিনের লেবার পার্টি, কাজী জাফরের ইউপিপি ও রমরাজ মন্ডলের তফসিলি জাতি ফেডারেশন ফ্রন্টে অন্তর্ভুক্ত হয়। এ ফ্রন্ট গঠনে মাওলানা মতিনের ভূমিকা ছিল। জাতীয়তাবাদী ফ্রন্ট পরবর্তীতে বিএনপিতে বিলীন হয়ে গেলে মাওলানা লেবার পার্টি নিয়ে শ্রমজীবী মেহনতী মানুষের অধিকার আদায়ে আমৃত্যু সোচ্চার থাকেন। রাজনীতির বিশ্বাসঘাতকতা, হালুয়া-রুটির কামড়াকামড়ির নির্লজ্জ বেহায়াপনা খুব কাছ থেকে দেখা এ রাজনীতিবিদ বঞ্চিত মানুষের অধিকারের কথা বলতে বলতে অনেকটা অভিমানে অনেকটা নিভৃতে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে যান।

শোষণমুক্ত ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবদুল মতিনের মৃত্যুবার্ষিকীতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং বর্তমান করোনা ভাইরাস, অর্থনৈতিক মন্দা, অস্থিতিশীল বিশ্বপরিস্থিতি ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অস্থিরতা থেকে মানুষকে রক্ষা করতে মহান রাব্বুল আলামীনের কুদরতি সহায়তা কামনা করি। ধর্ম-কর্ম-সাম্যবাদের শ্লোগানে এগিয়ে যাওয়া মাওলানা মতিনের রেখে যাওয়া লেবার পার্টির একজন খাদেম হিসাবে দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত পালন করছেন সাবেক ছাত্রনেতা মানবাধিকার ব্যক্তিত্ব কর্মীবান্দব নেতা আবদুল্লাহ আল মামুন। তাঁর জন্য শুভ কামনা।

পরিশেষে বলতে চাই-

একদিন শুনেছ যে সুর

ফুরায়েছে, পুরানো তা

কোন এক নতুন কিছুর আছে প্রয়োজন

অকুতোভয় একঝাঁক কুশলি তারুণ্যকে নিয়ে

আমরা প্রস্তুত ॥

লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি।