ছাত্রজনতার অভ্যুত্থান বার্ষিকীতে ৫ আগস্ট জাতির দীর্ঘ দিনের কাক্সিক্ষত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। এ ঘোষণাপত্রের জন্য প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। আজ ৮ আগস্ট এ সরকারের বর্ষপূর্তির দিনটিতে নানা ঘাত-প্রতিঘাত পার হয়ে আসা বর্তমান সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
জুলাই গণঅভ্যুত্থান এক বছর পূর্ণ করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছিল যে অভ্যুত্থান, তা আজ আর কেবল একটি রাজনৈতিক পালাবদলের দিন নয়-এটি হয়ে উঠেছে একটি রাষ্ট্রীয় চেতনার জন্মদিন।