ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন।
বিশ্বব্যবস্থার সংকট বাড়ছে। এখানে তাত্ত্বিক আলোচনার কোনো প্রয়োজন নেই, ফিলিস্তিন এবং ইউক্রেনের উদাহরণই যথেষ্ট। এখন আবার যোগ হয়েছে ভেনেজুয়েলা কাণ্ড। এ নিয়ে কথা কম বলাই ভালো। সভ্যতার শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্টের আচরণ কী করে এমন হয়?
খেলাধুলা যে জাতি, ধর্ম ও রাজনীতির ঊর্ধ্বে-এ আদর্শ কথাটি এখন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। সাম্প্রতিক ঘটনায় আবারও প্রমাণ হলো, ভারত দক্ষিণ এশিয়ায় ক্রীড়াঙ্গনকেও তার সাম্প্রদায়িক ও আধিপত্যবাদী রাজনীতির বাইরে রাখতে পারছে না।