সমাজে-দেশে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যায়, যা আমরা দেখে থাকি, তবে সবাই তার তাৎপর্য সম্যকভাবে উপলব্ধি করতে সক্ষম হই না। এ প্রসঙ্গে জুলাই বিপ্লবের কথা উল্লেখ করা যায়। আমরা অনেকেই বিষয়টিকে রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করেছি। কিন্তু জুলাই বিপ্লব যে বহুমাত্রিক একটি বিপ্লব তা কম মানুষই উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। এ প্রসঙ্গে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের কথা উল্লেখ করা যায়। গত শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম অ্যালামনাই কনফারেন্স-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, আজ আপনাদের জন্য, আমাদের জন্য খুব আনন্দের দিন। আজ আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। কেন করতে পারছেন? কারণ, মহান জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন হয়েছে। তিনি জুলাই যোদ্ধাদের প্রতি সালাম এবং শহীদদের প্রতি সম্মান জানিয়েছেন। তিনি বলেছেন, জুলাই বিপ্লবকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি। বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে। জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, মাদরাসার ছেলেরা যাত্রাবাড়ীতে যে লড়াই করেছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, সেই ইতিহাস আমাদের বারবার বলতে হবে। আজ আমরা বাংলাদেশের এক নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছি। এ বিজয় যেন আমরা ধরে রাখতে পারি।

মাহমুদুর রহমান আরো বলেন, বাংলাদেশে বাঙালি মুসলমানের রেনেসাঁ আমরা দেখতে পাচ্ছি। এ রেনেসাঁ দেখার জন্য আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি। এ রেনেসাঁ সম্পন্ন না হলে বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তিনি বলেন, সারা বিশ্বে মুসলমানদের ওপর যে জুলুম চলছে তার প্রধান কারণ, আমরা তাদের সাথে জ্ঞান-বিজ্ঞানে পেরে উঠছি না। জ্ঞান-বিজ্ঞানে আমরা যখন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো, তখনই মুসলমানদের সম্মান প্রতিষ্ঠিত হবে। এ ক্ষেত্রে তা’মিরুল মিল্লাত মাদরাসা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। মাহমুদুর রহমান বাঙালি মুসলমানদের রেনেসাঁর কথা বলেছেন। এ জন্য প্রয়োজন হবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। জুলাই বিপ্লবকে শুধু রাজনৈতকি দৃষ্টিভঙ্গিতে কিংবা ক্ষমতার পরিবর্তনের বিষয় হিসেবে দেখলে চলবে না। এর সাথে গভীরভাবে সম্পৃক্ত ছিল দেশের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাও। রেনেসাঁর জন্য সাংস্কৃতিক পাটাতন খুবই জরুরি বিষয়। যা শুরু করেছিলেন কবি ফররুখ আহমদ। এখানে বলে রাখা ভালো, রেনেসাঁ কোনো সাম্প্রদায়িক কিংবা জাতীয়তাবাদের বিষয় নয়। রেনেসাঁ হলো নিখাদ আদর্শের ভিত্তিতে জাগৃতির বিষয়। মানবমুক্তির লক্ষ্যেই আমরা চাই এমন এক নবজাগরণ।