DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

সম্পাদকীয়

মতামতের জন্য সম্পাদক দায়ী নন

দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চাই

অতীতের পর্যালোচনায় দেখা যায় জাতীয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দলীয় রাজনীতির আখড়া বলা চলে। ছাত্ররা রাজনীতি করবে স্বাভাবিক কিন্তু ক্যাম্পাসে দল অন্ধ রাজনীতিতে সাধারণ ছাত্ররা ভোগান্তির শিকার হয় এবং

Default Image - DS

অতীতের পর্যালোচনায় দেখা যায় জাতীয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দলীয় রাজনীতির আখড়া বলা চলে। ছাত্ররা রাজনীতি করবে স্বাভাবিক কিন্তু ক্যাম্পাসে দল অন্ধ রাজনীতিতে সাধারণ ছাত্ররা ভোগান্তির শিকার হয় এবং পড়াশোনার ভাবমূর্তির ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন সময় দেখা গেছে ছাত্রদলগুলোর মাঝে মারামারি লেগে থাকে কিংবা মারমুখী পরিস্থিতি সৃষ্টি হয়। ক্যাম্পাসে

দলীয় রাজনীতিতে নির্দিষ্ট দলের প্রচার-প্রচারণা, মিছিল, সভা ইত্যাদি সাধারণ ছাত্রদের মধ্যে রাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম দেয়। সাধারণ ছাত্রদের সুবিধা-অসুবিধা, প্রয়োজনীয় সংস্কার, ছাত্র ও শিক্ষকদের মধ্যে সম্পর্কের উন্নয়ন, বিশ্ববিদ্যালয় এলাকায় গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা, গবেষণা ও সাংস্কৃতিক বান্ধব পরিবেশ

তৈরি এবং অন্যান্য ছাত্র সংগঠনের কার্যক্রম ব্যাহত হয়। কলেজ- বিশ্ববিদ্যালয়ে কখনোই দলীয়করণ ও কর্মী রাজনীতি কখনোই কাম্য নয়। দেশের সার্ভিস উন্নতির চাবিকাঠি ছাত্রদেরকে শিক্ষা ও গবেষণা কাজে নিয়জিত রাখতে এবং ক্যাম্পাসে দলীয়করণ রাজনীতি বন্ধ করতে ছাত্র সংসদ চালু করা অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরিতে ছাত্র সংসদ একান্ত দরকার। ছাত্ররা গতানুগতিক রাজনীতি দেখে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিলে দেশের জন্য অকল্যাণকর। রাজনীতির সুষ্ঠু ধারা তৈরি করতে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া চালু করা এখন সময়ের দাবি। নির্বাচিত প্রতিনিধি ছাত্রদের হয়ে তাদের সুবিধা অসুবিধা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। এটা প্রতিটি ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় থাকে। দলীয়করণ রাজনীতিতে নির্দিষ্ট দলের হয়ে ছাত্রদের বাধ্যতামূলক অংশগ্রহণ করা হয়। অতীতে দেখা গেছে হলের সিট বানিজ্য দলীয় রাজনীতির বড় হাতিয়ার ছিল। ছাত্রদের ধরাশায়ী করে জোর পূর্বক সভা, মিছিল-মিটিং এ অংশগ্রহণ করানো হতো।

শিক্ষা প্রতিষ্ঠান হোক শিক্ষার্থীদের জন্য। ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ করে, পুণরায় ছাত্র সংসদ নির্বাচন চালু প্রত্যেক শিক্ষার্থী চায়। ছাত্রদের মধ্যে সহাবস্থান তৈরি করতে এবং ক্যাম্পাসের সকল বিশৃঙ্খলা রোধে ছাত্র সংসদ নির্বাচন একান্ত কাম্য।

-আহাম্মদ উল্লাহ শিক্ষার্থী, ঢাকা কলেজ।