॥ মিরাজ হাসান ॥
বর্তমান তরুণসমাজ নিজেদের গুটিয়ে নিচ্ছে একাকিত্বের অন্ধকারঘেরা বদ্ধ কুঠুরিতে। তারা নিজেকে অন্যের সামনে তুলে ধরতে পারছে না। পারছে না অন্যের সাথে নিজের পছন্দ-অপছন্দ শেয়ার করতে। এমন কী নিজের পরিবারকেও বলতে পারছে না নিজের সমস্যার কথা। আর এভাবেই অন্ধকারে তলিয়ে যাচ্ছে বর্তমান তরুণসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ। এ বিশাল সমস্যার শুরু ছোট্ট ছোট্ট কিন্তু সংবেদনশীল কিছু বিষয় থেকে। চিন্তাধারার বিচিত্রিতাকে মেনে নিতে না পারা এর শীর্ষে। আজকাল বন্ধুত্ব করার ক্ষেত্রে একটা বিষয় খুব বেশি জোর দেওয়া হচ্ছে। “মনের মিল”। বর্তমান সময়ে তরুণরা তাদের সাথেই মিশছে অথবা বন্ধুত্ব করছে, যাদের সাথে তাদের চিন্তাধারার মিল রয়েছে। একটা বিষয়কে নিয়ে তাদের মনোভাব একই হলে তাদের মধ্যে গড়ে উঠছে বন্ধুত্ব। আর দু’জনের চিন্তাধারা ভিন্ন হলে বেড়ে যাচ্ছে দূরত্ব। চিন্তাধারার এই বিচিত্রতাকে তারা মেনে নিচ্ছে না। আর এসবে সবচেয়ে বেশি একা হচ্ছে তারা, যাদের চিন্তাধারা সবার থেকে আলাদা।
অনলাইন প্লাটফর্ম-এর অতিরিক্ত ব্যবহারও একটা কারণ। আজকাল বাচ্চারা ভুলে গেছে বাস্তব দুনিয়াকে দেখতে। বদ্ধঘর আর ভার্চুয়াল জগৎকে ভাবছে নিজের দুনিয়া। সোসাল মিডিয়া, ভিডিও গেমসের মত বিষয় তাদের বিচ্ছিন্ন করে দিছে বাস্তব জগৎ থেকে। আর তারা নিজের অজান্তেই হারিয়ে ফেলছে বাস্তব দুনিয়ায় বন্ধুত্ব করার প্রতিভাকে। এসব বাচ্চা পরে চাইলেও মিশতে পারে না অন্যের সাথে। কারণ তারা একাকিত্বে অভ্যস্ত হয়ে গেছে।
বিভিন্ন মাধ্যমে একাকিত্বকে হাইলাইট করাও এর একটা কারণ। আজকাল YouTube, Tiktok-এর মত প্লাটফর্মগুলোতে একলা থাকাটাকে কুল দেখানো হচ্ছে। তারা একলা থাকা, অন্যের সাথে কথা না বলা, চুপচাপ থাকা এসব বিষয়কে স্মার্টনেস-এর প্রতীক হিসেবে উপস্থাপন করছে । আর স্মার্ট হওয়ার এই মিথ্যে পন্থা অনুসরণ করতে গিয়ে অনেক হাস্যোজ্জ্বল কিশোর-কিশোরী হয়ে যাচ্ছে নিশ্চুপ, একলা।
পড়ালেখার অতিরিক্ত চাপের ফলেও এমনটা হচ্ছে। মাত্রাতিরিক্ত পড়ালেখার চাপ ছাত্র-ছাত্রীদের বাধ্য করছে বদ্ধ ঘরে আবদ্ধ হতে। তারা পড়ালেখা নিয়ে এতোটাই ব্যস্ত হয়ে পরছে যে অন্যের সাথে সময় কাটাতে পারছে না। আর মাঝে মাঝে সময় থাকা সত্ত্বেও তারা মিশছে না।
একাকিত্ব বিষয়টা খুব বেশি সমস্যার মনে না হলেও এটা তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি সাধন করছে। তারা জীবনের অনেক বিষয় বুঝতে পারছে না। নিজের প্রয়োজনে অন্যের থেকে সাহয্য নিতে তারা ব্যর্থ হচ্ছে। আর অনেকেই নিয়ে নিচ্ছে অনেক ভুল সিদ্ধান্ত। মাদক গ্রহণ এসবের মধ্যে উল্লেখযোগ্য।
লেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।