ভারতে কি মুসলিম নির্যাতন চলতেই থাকবে? ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে ‘আইলাভ মোহাম্মদ’ আন্দোলনক কেন্দ্র করে মুসলিম জনগোষ্ঠীর ওপর ব্যাপক সহিংসতা ও নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে। এরই অংশ হিসেবে দেশটিতে ১০টি এফআইআর ও ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩৮টি দোকান সিলগালা এবং মুসলিমদের অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে নেওয়ার ঘটনা ঘটেছে। অনেক নিরপরাধ ও অপ্রাপ্ত বয়স্ক মানুষকে বেশ কয়েকদিন ধরে আটকে রেখেছে পুলিশ।
ভুক্তভোগী এক নারী বলেন, ‘গত শুক্রবার আমার ছেলে বাসায় ছিল। রাত ৮টার দিকে দুধ কিনতে বের হলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এখন চারদিনের বেশি হয়ে গেছে। পুলিশ আমাদের তাকে দেখতেও দিচ্ছে না। আমার ছেলে নির্দোষ।’ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ওই মা। তিনি বলেন, আমি অসুস্থ, শ্বাশকষ্টের সমস্যা আছে। তবুও চারদিন ধরে সকাল ৬টা থেকে থানায় এসে রাত ১২টার দিকে ঘরে ফিরছি। সারাদিন এখানে দাঁড়িয়ে থাকি, আশা করি কেউ না কেউ ছেলের খবর দেবে।’ বেরেলির সিটি কোতওয়ালি থানার বাইরে এমন অনেক পরিবারের সদস্যরা অপেক্ষা করছিল। তাদের অভিযোগ, পুলিশ তাদের স্বজনদের ধরে নিয়ে গেছে এবং দেখা করতে দিচ্ছে না। পরিবারের সদস্যদের দাবি, সাম্প্রতিক ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
এদিকে বেরেলির এসএসপি অনুরাগ আর্য জানান, সহিংসতার ঘটনায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১০টি এফআইআর এবং ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বেলা ৩টার পর চালু করা হয়েছে। শুক্রবার জুমা নামাযের আগে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় এবং নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হয়। সম্প্রতি চন্দ্র শেখর আনাদ ও কংগ্রেস সাংসদ ইমরান মাসুদকে সাহরানপুরে গৃহবন্দি করে রাখা হয়েছে, যাতে তারা সহিংসতায় ক্ষতিগ্রস্ত বেরেলিতে যেতে না পারেন। সরকার ও পুলিশ প্রশাসনের এসব তৎপরতা থেকে উপলব্ধি করা যায়, বেরেলিতে দুষ্টের দমন ও সিষ্টের পালন হচ্ছে না। বিজেপি সরকারের রাজনৈতিক উদ্দেশ্যই শুধু কার্যকর হচ্ছে। ভারতের মুসলমনরাতো দেশটির নাগরিক। নাগরিক হিসেবে কি তাদের অধিকার পেতে নেই? তারা তাদের প্রিয় নবীকে ভালোবাসার প্রকাশ ঘটাতে পারবেন না কেন? ‘আই লাভ মোহাম্মদ’-এর প্রকাশ অপরাধ হিসেবে গণ্য হবে কেন? আরও লক্ষণীয় বিষয় হলো, যারা গৃহে অবস্থান করছিলেন, তারা খাদ্যসামগ্রী কিনতে বাইরে বের হওয়ার কারণে গ্রেপ্তার হয়েছেন, মুসলিম হওয়াটাই তাদের অপরাধ। একটি দেশের সরকার ও প্রশাসন এভাবে দেশের সংবিধান ও আইন-কানুন লংঘন করতে পারে কী? বিজেপি সরকার শুধু সংখ্যালঘু মুসলমানদের নির্যাতনই করছে না, রাষ্ট্রের ভিত্তিও ক্ষতিগ্রস্ত করছে।