স্বাধীন বাংলাদেশের প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পঞ্চম বিশ্ববিদ্যালয় হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসন সংকট কাঁটিয়ে উঠতে পারেনি। মানুষের মৌলিক চাহিদা মধ্যে বাসস্থান একটি অন্যতম মৌলিক চাহিদা। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৬তম বছর পার করলেও আবাসন সংকট সমাধান করতে সদস্য দেখাতে পারেনি। হল শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় বাড়ি। এখনে থেকে শিক্ষার্থীরা সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করে। নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে। একজনের পড়াশোনার পদ্ধতি দেখে অন্য জন পড়াশোনায় উদ্বুদ্ধ হয়। এছাড়াও যারা অসচ্ছল পরিবার রয়েছে, স্বল্প আর্থিক খরচের বিনিময়ে হল এ থাকতে পারে। বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ থেকেই হল এ থাকা জরুরি। কিন্তু কতৃপক্ষের আবাসন সংকটের কারণে সবাই হল এ থাকতে পারে না। অনেকে আশেপাশে মেস ভাড়া করে থাকে। অনেক পরিবার অসচ্ছলতার কারণে দূরে মেসে থাকতে হয় কিছু টাকা বাঁচানোর জন্য। এতে শিক্ষার্থীদের অনেক পথ হেঁটে আসতে হয় ক্লাস করার জন্য। এসকল সংকট বিবেচনায় নবনির্মিত হলগুলো দ্রুত কাজ শেষ করে আবাসন সংকট সমাধান করা উচিত। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

-মো. মশিউর রহমান

বিভাগ : ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, শিক্ষাবর্ষ : ২০২৩-২০২৪, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।