লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী উপজেলা রায়পুর। অর্থনীতি, রাজনীতি ও সামাজিকভাবে সুশৃঙ্খল রায়পুরের বেশিরভাগ রাস্তার অবস্থাই বেহাল। বিশেষ করে রায়পুরের পশ্চিমাঞ্চলের প্রধান রোড। যেটি রায়পুর উপজেলা রোড নামেও পরিচিত। রাস্তাটির অবস্থা খুবই বেহাল। এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত এই রাস্তাকে দিয়ে। বর্ষার সময় অসহনীয় জনদুর্ভোগের সৃষ্টি হয়। স্থানীয় সচেতন নাগরিকরা এই বিষয়ে কয়েকবার আবেদন জানালেও কোন প্রতিকার পাওয়া যায়নি। সাধারণ মানুষ এ দুর্ভোগে অতিষ্ঠ। প্রতিদিন ধুলাবালিকে সাথে নিয়েই চলতে হচ্ছে জনসাধারণকে। অতিদ্রুত রাস্তাটির সংস্কার করা দরকার। পশ্চিমাঞ্চল বাণিজ্যিকভাবে রায়পুরের জন্য গুরুত্বপূর্ণ। রায়পুরের পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি নদী কেন্দ্রীক পর্যটনকেন্দ্র রয়েছে। যেখানে লক্ষ্মীপুর ছাড়াও আশেপাশের জেলা থেকে পর্যটক আসে। রাস্তায় সৃষ্ট দুর্ভোগের ফলে পর্যটকেরা যাওয়ার আগ্রহ কমিয়ে ফেলছে। এ বিষয়ে সড়ক বিভাগ ও রায়পুর পৌর প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। পাশাপাশি রায়পুরের বাকী সড়কগুলোও দ্রুততার সাথে সংস্কার করা জরুরি। জনগণের সমস্যা দূরীকরণের মাধ্যমেই গড়ে উঠবে আশা-আকাক্সক্ষার ও স্বপ্নের বাংলাদেশ।
-সাজ্জাদুল ইসলাম ইয়ামিন
শিক্ষার্থী, ঢাকা কলেজ।