ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ সোচ্চার ঠিক, সে সময়ে ভারতীয় সীমান্ত রক্ষীরা আন্তর্জাতিক আইন অমান্য করে ভারত-বাংলাদেশ সীমান্তের চর্তুদিক পথকে একের পর এক ভারতীয় নাগরিকদের “পুশ ইন” অর্থাৎ ঠেলে পাঠিয়ে দিচ্ছে। তারা কোনভাবেই বাংলাদেশের প্রতিবাদকে আমলে নিচ্ছে না। এতে করে দিন দিন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি উভয় দেশের সীমান্ত প্রটোকল ও আইনের পরিপন্থী। বাংলাদেশের ওপর এ ধরনের চাপ সৃষ্টি ভারত সরকার এর আগেও করেছিল তবে তা এতো প্রকট ছিল না। ভারতের এবারকার পুশ ইন-এর মধ্যে ইউএনএইচসিআরের কার্ডধারী কিছু রোহিঙ্গাও রয়েছে। তবে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বর্হিঃপ্রকাশে দেশের জনগণ উদ্বিগ্ন। এমনিতে লাখ লাখ রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ চাপের মধ্যে রয়েছে। এভাবে এক দেশ আরেক দেশের মধ্যে তাদের দেশের মানুষ জনকে প্রতিবেশী দেশে ঠেলে পাঠানোর কোন নিয়ম নেই। তারপরও বাংলাদেশ সরকারের দুর্বলতার কারণে ভারত সরকার বাংলাদেশকে এক ধরনের চাপের মধ্যে রাখার চেষ্টা করছে। এটি আন্তর্জাতিক আইনের দিক থেকে কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
আশাকরি উভয় দেশের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের পুশ ইন বন্ধ করতে হবে। নয়তো সীমান্তে যে কোন সময় উত্তেজনা পরিস্থিতি তৈরি হতে পারে। বিষয়টি উভয় সরকারকে বিবেচনা করার অনুরোধ করছি।
-মাহবুবউদ্দিন চৌধুরী
১৭, ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা-১২০৪।