বিগত সরকার কিছু কিছু প্রতিষ্ঠানের ইউনিক আইডি করেছেন। বর্তমানে ইউনিক আইডির কার্যক্রম বন্ধ রয়েছে। ইউনিক আইডি করার কারণে দীর্ঘদিন যাবৎ জন্ম নিবন্ধনের ভুল সংশোধন করা যাচ্ছে না। আমার ছেলের অষ্টম ও দাখিল পরীক্ষার সার্টিফিকেটে জন্ম নিবন্ধনের তারিখ থেকে ৮ দিনের পার্থক্য। সে সমস্যা সমাধানের জন্য আমি এক বছর পর্যন্ত পৌরসভা, শিক্ষা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ডিসি অফিস ও নির্বাচন অফিসে অনেকবার চেষ্টা করে এখন পর্যন্ত সমাধান করতে পারিনি। হাজার হাজার মানুষ এ সমস্যা সমাধানের পথ খুঁজতেছেন। তাই বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন হয় ইউনিক আইডি মুছে ফেলা হোক অথবা জন্ম নিবন্ধন সংশোধনের ব্যবস্থা হোক। আমি আশা করি বর্তমান সরকার এ সমস্যা দ্রুত সমাধান করে আমাদেরকে বাধিত করবেন।

নিবেদক : মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া

সাবেক সহকারী শিক্ষক, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, চাঁদপুর।