আগামী ১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ পুরোপুরি বন্ধ করে দিচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ওই তারিখের পর থেকে ব্যবহারকারীরা আর এই অ্যাপে লগ ইন করতে পারবেন না।
শনিবার (১৮ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন–এর এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
মেটা জানিয়েছে, পরিবর্তনটি শুধু স্ট্যান্ড-অ্যালোন ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে। মেসেঞ্জারের মোবাইল অ্যাপ ও ওয়েব সংস্করণ স্বাভাবিকভাবে চালু থাকবে। ডেস্কটপ অ্যাপের ব্যবহারকারীরা পরবর্তীতে ফেসবুকের ওয়েব প্ল্যাটফর্ম বা মেসেঞ্জার ডটকমের মাধ্যমে চ্যাট করতে পারবেন।
মেটার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষণার পর থেকে ডেস্কটপ অ্যাপে লগইন করা আর সম্ভব হবে না এবং ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ওয়েব সংস্করণে পুনর্নির্দেশ করা হবে।
মেসেঞ্জারের হেল্প পেইজে বলা হয়েছে, “ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হলে ব্যবহারকারীরা ইন-অ্যাপ নোটিফিকেশন পাবেন। এরপর আরও ৬০ দিন অ্যাপটি ব্যবহার করা যাবে, তারপর এটি সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে যাবে। তাই অ্যাপটি মুছে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, ডেস্কটপ অ্যাপ বন্ধের এই সিদ্ধান্ত এসেছে রক্ষণাবেক্ষণ ব্যয়, নিরাপত্তা চ্যালেঞ্জ ও মাল্টিপ্ল্যাটফর্ম সমন্বয়ের জটিলতা থেকে। যদিও মেটা আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত কারণ প্রকাশ করেনি।
প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, মেটা সম্ভবত তার মেসেঞ্জার ইকোসিস্টেমকে সরলীকরণ এবং ওয়েবভিত্তিক অভিজ্ঞতা উন্নত করার কৌশল নিচ্ছে। এর ফলে নিরাপত্তা জোরদার হবে, তবে নিয়মিত ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য এটি সাময়িক অসুবিধা তৈরি করতে পারে।
মেটা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ না জানালেও প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আলাদা অ্যাপ রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ইস্যু এবং মাল্টিপ্ল্যাটফর্ম জটিলতা কমাতেই মেটা এই সিদ্ধান্ত নিয়েছে।