বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে যুক্ত হলো এক নতুন মাইলফলক। প্রথমবারের মতো বাংলাদেশের দুই কিশোর উদ্ভাবক, শাফি বিন সুলতান ও সাবিক বিন সুলতান, আন্তর্জাতিক প্রতিযোগিতা Diamond Challenge 2025-এর ফাইনালে পৌঁছে দেশের জন্য গর্ব বয়ে এনেছে। তাদের উদ্ভাবিত BLUESHIELD FILTER নামের পরিবেশবান্ধব ও বহনযোগ্য পানিশুদ্ধিকরণ প্রযুক্তি বিশ্বমঞ্চে তুমুল সাড়া ফেলেছে এবং ব্যবসায়িক উদ্ভাবন (Business Innovation) বিভাগে শীর্ষ ৫ দলের মধ্যে স্থান করে নিয়েছে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি

  • ইতিহাসে প্রথমবার কোনো বাংলাদেশি দল Diamond Challenge-এর আন্তর্জাতিক ফাইনালে জায়গা করে নিয়েছে।
  • ৪৭টি মার্কিন অঙ্গরাজ্য ও ৭৩টি দেশের ৩৩৯৮ জন তরুণ উদ্যোক্তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ১২০০+ দল অংশ নিয়েছিল।
  • মাত্র ৩৮টি প্রকল্প ফাইনালে উত্তীর্ণ হয়েছে, যেখানে বাংলাদেশের এই দুই ভাইয়ের দল অন্যতম।
  • প্রতিযোগিতার ১২৬টি দেশের ২০,০০০+ অ্যালামনাই রয়েছে, যারা বিশ্বজুড়ে সফল উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে প্রতিষ্ঠিত।

বর্তমানে শাফি ও সাবিকের টিম শীর্ষ ৫-এর তালিকায় রয়েছে এবং তারা বাংলাদেশের জন্য প্রথম স্থান অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। তাদের উদ্ভাবন বাস্তবসম্মত প্রয়োগযোগ্যতা, টেকসই প্রযুক্তি ও শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনার জন্য বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে।

উদ্ভাবন ও বৈশ্বিক স্বীকৃতি

BLUESHIELD FILTER প্রযুক্তিটি বিশেষ করে বন্যাপ্রবণ ও বিশুদ্ধ পানির সংকটে ভোগা অঞ্চলগুলোর জন্য অত্যন্ত কার্যকর। এটি সহজে বহনযোগ্য এবং সম্পূর্ণ পরিবেশবান্ধব। বর্তমানে প্রযুক্তিটি পেটেন্টের প্রস্তুতিতে রয়েছে এবং শিগগিরই পেটেন্ট আবেদন করা হবে।

শাফি ও সাবিক আগামী মে মাসের ১-২ তারিখে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য Limitless World Summit 2025-এ তাদের উদ্ভাবন বিশ্বের শীর্ষ বিজ্ঞানী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করবেন।

দীর্ঘ প্রস্তুতি ও পারিবারিক অনুপ্রেরণা

প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি দুই ভাইয়ের আগ্রহ ছোটবেলা থেকেই। রোবোটিক্স ও উদ্ভাবনী প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে তারা বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। তাদের সফলতার পেছনে রয়েছে তাদের বাবা সুলতান মহিউদ্দিন ভূঁইয়ার অমূল্য ভূমিকা, যিনি প্রতিটি ধাপে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন।

সুলতান মহিউদ্দিন ভূঁইয়া বলেন,

"আমার সন্তানেরা ছোটবেলা থেকেই প্রযুক্তি উদ্ভাবনের প্রতি আগ্রহী ছিল। তাদের নিষ্ঠা ও পরিশ্রম আজকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আমি আশা করি, এই সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মকে নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করবে।"

শাফি বিন সুলতান বলেন,

"আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত স্বপ্ন নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য কাজ করছি।"

সাবিক বিন সুলতান বলেন,

"আমাদের উদ্ভাবন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি পরিবেশ ও মানবতার জন্য একটি কার্যকর সমাধান। বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় এটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।"

পরিচিতি

  • শাফি বিন সুলতান: সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ভবিষ্যতে উদ্ভাবক ও উদ্যোক্তা হয়ে বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান করতে চান।
  • সাবিক বিন সুলতান: সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্ভাবনের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান করাই তার লক্ষ্য।
  • সুলতান মহিউদ্দিন ভূঁইয়া: অভিজ্ঞ অর্থনীতিবিদ ও SSRM (Shahriar Steel Mills Ltd.)-এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (CFO) এবং দুই ভাইয়ের মেন্টর।

বাংলাদেশের এই তরুণ উদ্ভাবকদের সাফল্য নিঃসন্দেহে দেশের নতুন প্রজন্মকে উদ্ভাবন ও প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরার জন্য তারা দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছে।