সরকার ইন্টারনেটের গতি বৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। একইসঙ্গে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ও টেলিকম নীতিমালায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীতে আয়োজিত ‘বায়োটিক ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ এসব তথ্য তুলে ধরেন তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “ইন্টারনেট ব্যবহারে জনসাধারণের ভোগান্তি কমাতে গতি বাড়ানো ও খরচ কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা জোরদারে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন এবং জাতীয় এআই (Artificial Intelligence) নীতি প্রণয়নের কাজ চলছে।”
তিনি আরও জানান, ডেটা গভর্নেন্স অ্যাক্ট, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইন যুগোপযোগীকরণ, পেমেন্ট ইকোসিস্টেমে আধুনিকীকরণ, এবং ন্যাশনাল এপিআই (Application Programming Interface) হাব তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
সরকারি অফিসের ডিজিটাল ব্যবস্থাপনার দুর্বলতার কথা উল্লেখ করে তিনি বলেন, “অনলাইনে আবেদন করে পরে কাগজের ডাউনলোড কপি নিয়ে গেলে সেটা ডিজিটালাইজেশন নয়। সত্যিকারের ডিজিটাল রূপান্তরের জন্য পুরো প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয় করতে হবে।”
সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারি সেবার ফ্রন্ট ডেস্কগুলোকে আরও কার্যকর করতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার এসব কার্যক্রম শুরু করেছে। আমরা আশা করছি, ভবিষ্যতের সরকার এই প্রকল্পগুলো আরও এগিয়ে নিয়ে যাবে।”