নাসা থেকে বড় পরিসরে কর্মী ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, মোট কর্মীদের প্রায় ২০ শতাংশ—অর্থাৎ প্রায় ৩ হাজার ৮৭০ জন—নাসা ত্যাগ করতে চলেছেন। তবে এই সংখ্যা ভবিষ্যতে কিছুটা বাড়তে বা কমতে পারে।

কর্মী ছাড়ার পর নাসার মোট জনবল ১৪ হাজারের মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে পলিটিকোর একটি প্রতিবেদন থেকে জানা যায়, নাসার উচ্চ ও মধ্যম স্তরের কর্মকর্তা—বিশেষ করে জিএস-১৩ থেকে জিএস-১৫ পদমর্যাদার প্রায় ২ হাজার ১৪৫ জন কর্মী সরে যাচ্ছেন।

নাসার মুখপাত্র বেথানি স্টিভেনস জানান, সংস্থাটি বরাবরের মতো তাদের গবেষণা ও অভিযানের লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও বাজেট সংকোচনের মধ্যে তাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে।

প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আমলে নাসাসহ মহাকাশ সংক্রান্ত অন্যান্য সংস্থায় বড় পরিসরে বাজেট কমানো হয়। এর ফলে বেশ কিছু বৈজ্ঞানিক প্রকল্প বন্ধ হয়ে পড়ে এবং উল্লেখযোগ্য সংখ্যক কর্মী চাকরি হারানোর আশঙ্কায় পড়েন।

সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ