চলতি মাসে অ্যাপলের নতুন আইফোন ১৭ সিরিজ বাজারে এসেছে, যা নিয়ে বিশ্বজুড়ে আইফোন অনুরাগীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। এবারও প্রতিষ্ঠানটি একসঙ্গে চারটি মডেল উন্মোচন করেছে, আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। সিরিজটি ইতিমধ্যেই ৬৩টি দেশে বিক্রি শুরু হয়েছে।
তবে দেশভেদে দামের তারতম্য চোখে পড়ছে সবচেয়ে বেশি। বিশেষ করে ভারত ও পাকিস্তানে এ পার্থক্য স্পষ্ট।
ভারত-পাকিস্তান: দাম কত?
ভারতে আইফোন ১৭-এর বেসিক মডেলের দাম ধরা হয়েছে ৮২,৯০০ টাকা (২৫৬ জিবি স্টোরেজ)। অন্যদিকে পাকিস্তানে একই ফোন কিনতে খরচ হবে প্রায় ৩,৬৫,২৮০ পাকিস্তানি রুপি (ভারতীয় টাকায় প্রায় ১,১৩,৩৮৭ টাকা)। অর্থাৎ পাকিস্তানে দাম ভারতের তুলনায় প্রায় ৩০ হাজার টাকা বেশি।
একইভাবে আইফোন ১৭ এয়ার, প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতেও পাকিস্তানে দাম ভারতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যেমন----
আইফোন ১৭ এয়ার: ভারতে ১,১৯,৯০০ টাকা থেকে শুরু, পাকিস্তানে প্রায় ৪,৮৩,৬৮০ রুপি (ভারতীয় টাকায় ১,৫০,৩৪১)।
আইফোন ১৭ প্রো: ভারতে ১,৩৪,৯০০ টাকা, পাকিস্তানে প্রায় ৫,৩১,৬৮০ রুপি (ভারতীয় টাকায় ১,৬৫,২৪৮)।
আইফোন ১৭ প্রো ম্যাক্স: ভারতে ১,৪৯,৯০০ টাকা থেকে শুরু, পাকিস্তানে প্রায় ৫,৭৩,৯৯৯ রুপি (ভারতীয় টাকায় ১,৭৮,৪৩০)।
নতুনত্ব কী কী?
এই সিরিজে এসেছে বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য। আইফোন ১৭ এয়ার ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন, মাত্র ৫.৬ মিমি পুরু ও ১৬৫ গ্রাম ওজনের। এটি তৈরি হয়েছে পুনর্ব্যবহৃত টাইটেনিয়াম দিয়ে। নতুন iOS ২৬, অ্যাডাপটিভ পাওয়ার ফিচার, N1 ওয়্যারলেস চিপ এবং এআই-চালিত পারফরম্যান্সকে অ্যাপল ল্যাপটপের স্তরে নিয়ে যাওয়ার দাবি করেছে। এছাড়া কমলা রঙের নতুন ভ্যারিয়েন্ট এসেছে শুধু প্রো ও প্রো ম্যাক্স মডেলে।
পাকিস্তানে বেশি দাম কেন?
ভারতের তুলনায় পাকিস্তানে আইফোনের দাম অনেক বেশি হওয়ার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে—
পাকিস্তানে মোবাইল আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্ক ও রেজিস্ট্রেশন ফি দিতে হয়।
ফোন কেনার আগে বাধ্যতামূলকভাবে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (PTA)-র নিবন্ধন করতে হয়, যা ব্যয়সাপেক্ষ।
বিপরীতে ভারতে শুধু জিএসটি দিতে হয়, অতিরিক্ত কোনো আমদানি নিবন্ধনের প্রয়োজন নেই।
এ ছাড়া পাকিস্তানি মুদ্রার মান ভারতীয় রুপির তুলনায় অনেক কম, যা দামের পার্থক্য আরও বাড়িয়ে দেয়।
আইফোন সিরিজটি ভারতে তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া গেলেও পাকিস্তানি গ্রাহকদের সেটি কিনতে গুনতে হচ্ছে অনেক বেশি টাকা। ফলে এই বিলাসবহুল গ্যাজেট পাকিস্তানে আরও বেশি এক্সক্লুসিভ হয়ে উঠেছে।