একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন— এমন নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বর্তমানে যাদের নামে এর বেশি সিম নিবন্ধিত আছে, তাদের অতিরিক্ত সিম ধাপে ধাপে বন্ধ করা হবে। তবে এর আগে গ্রাহকদের নিজ উদ্যোগে অপ্রয়োজনীয় সিমের নিবন্ধন বাতিল করার সুযোগ দেওয়া হবে। নভেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, নতুন সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ হয়ে যাবে। এ জন্য মোবাইল অপারেটরদের একটি তালিকা প্রদান করা হবে, যেখানে উল্লেখ থাকবে কোন গ্রাহকের নামে কতটি সিম নিবন্ধিত আছে।

যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হবে কোন ১০টি সিম সক্রিয় রাখতে চান। এতে বেশি ব্যবহৃত নম্বর এবং মোবাইল ব্যাংকিং-সংশ্লিষ্ট সিমকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ এমদাদ উল বারী জানিয়েছেন, গ্রাহকের ভোগান্তি এড়াতে ধাপে ধাপে কাজটি সম্পন্ন করা হবে।

আগামী ১ আগস্ট থেকে তিন মাস সময় দেওয়া হবে গ্রাহকদের, যাতে তারা স্বেচ্ছায় অতিরিক্ত সিম বাতিল করতে পারেন। নির্ধারিত সময় শেষে বিটিআরসি নিজ উদ্যোগে বাড়তি সিম বন্ধ করবে।