আগামী ১৭ জানুয়ারি বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক সংগ্রাম-এর প্রতিষ্ঠাবার্ষিকী।

এই বিশেষ দিনে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পত্রিকাটির সকল পর্যায়ের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও অগণিত শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক মোবারকবাদ।

​দৈনিক সংগ্রামের পথচলা কখনোই মসৃণ ছিল না। বিশেষ করে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে এই পত্রিকাটিকে চরম প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। স্বাধীন মতপ্রকাশের কণ্ঠরোধ করতে পত্রিকাটির ওপর বার বার আঘাত হানা হয়েছে।

আমরা অত্যন্ত ক্ষোভের সাথে স্মরণ করি, কীভাবে তথাকথিত ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামধারী সন্ত্রাসীরা দৈনিক সংগ্রামের কার্যালয়ে ঢুকে নারকীয় ভাঙচুর চালিয়েছিল। একটি সংবাদপত্রের অফিসে এ ধরনের হামলা ছিল মুক্ত সাংবাদিকতার ওপর চরম কুঠারাঘাত।

​বিগত স্বৈরাচারী শাসনের সময়কালে পত্রিকাটি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছে। সাংবাদিকদের হয়রানি এবং কার্যালয়ে হামলার মাধ্যমে পত্রিকাটির কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা চালানো হয়েছিল।

​আমরা আশা করি, আগামী দিনগুলোয় দৈনিক সংগ্রাম সত্যের পথে অবিচল থেকে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবে। তথ্যপ্রযুক্তির এই যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আরও বেশি পাঠকপ্রিয় হয়ে উঠুকÑ এটাই আমার প্রত্যাশা।

নাহিদ ইসলাম

আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)