আজ ১৭ জানুয়ারি। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। বস্তুনিষ্ঠতা, সত্যের লালন এবং সুকুমারবৃত্তি চর্চার দৃঢ় অঙ্গীকার নিয়ে পাঁচ দশক আগে আজকের এই দিনে দৈনিক সংগ্রামের যে দুর্বার পথচলা শুরু হয়েছিল, আজ তা সাফল্যের ৫১তম বছরে পদার্পণ করল। অর্ধশতাব্দীর এই দীর্ঘ পরিক্রমায় ‘দৈনিক সংগ্রাম’ শুধু একটি সংবাদপত্র হিসেবে নয়, বরং দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধের এক অতন্দ্র প্রহরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
একটি সংবাদপত্রের জন্য এই দীর্ঘ পথ মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। এই যাত্রাপথে আমাদের পাড়ি দিতে হয়েছে অসংখ্য বন্ধুর ও কণ্টকাকীর্ণ পথ। কখনো অগণতান্ত্রিক শক্তির ভ্রুকুটি, কখনো কায়েমি স্বার্থবাদী মহলের বাধা, আবার কখনো ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির চরম রোষানলে পড়তে হয়েছে এই পত্রিকাকে। বিশেষ করে গত দেড় দশকের দুঃশাসনে আমাদের কার্যালয়ে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, প্রবীণ সম্পাদককে করা হয়েছে লাঞ্ছিত। কিন্তু এত সব দমন-পীড়ন ও প্রতিকূলতা সত্ত্বেও দৈনিক সংগ্রাম কখনো তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি; অন্যায় ও অসত্যের সাথে করেনি কোনো আপস।
আমরা বিশ্বাস করি, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের স্বচ্ছ দর্পণ। এই আদর্শ ধারণ করেই আমরা সংবাদ প্রকাশে বরাবরই নির্ভীক ও বস্তুনিষ্ঠ থাকার চেষ্টা করেছি। হলুদ সাংবাদিকতার গড্ডলিকা প্রবাহে আমরা কখনো গা ভাসিয়ে দেইনি। বরং ‘সাদাকে সাদা এবং কালোকে কালো’ বলার যে কঠিন নৈতিক সাহস, তা-ই ছিল আমাদের পথচলার শক্তি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি অবিচল শ্রদ্ধা রেখে আমরা পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশন করে আসছি। আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় আমাদের অবস্থান ছিল অবিচল ও অনমনীয়।
আজকের এই আনন্দঘন ও ঐতিহাসিক মুহূর্তে আমরা গভীর কৃতজ্ঞতাভরে স্মরণ করছি মহান আল্লাহ রাব্বুল আলামীনকে, যাঁর অশেষ মেহেরবানিতে আমরা টিকে আছি। কৃতজ্ঞতা জানাই আমাদের অগণিত পাঠক, লেখক, এজেন্ট, হকার এবং বিজ্ঞাপনদাতাদের প্রতি, যাঁদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশে একটি মজবুত গণতান্ত্রিক স্তম্ভ হিসেবে দৈনিক সংগ্রাম নিজেকে আরও সুদৃঢ় করতে চায়। আগামীর দিনগুলোতেও আমরা দুর্নীতি, জুলুম ও ইনসাফহীনতার বিরুদ্ধে আমাদের কলমকে সোচ্চার ও শানিত রাখব। জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে আমাদের এই ‘সংগ্রাম’ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
আমাদের সকল শুভানুধ্যায়ী ও পাঠকদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ। সত্যের এই অভিযাত্রায় আমরা বরাবরের মতো আপনাদের দোয়া, সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করি।