নুসরাত জাহান
হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ বইটি পড়তে পড়তে আমি উপলব্ধি করলাম দেশকে শুধু ভালোবাসা বলা যথেষ্ট নয়, দেশকে ভালোরাখা অপরিহার্য দায়িত্ব। দেশকে কিভাবে ভালবাসতে হয় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম শিখিয়ে গেছেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর কতটা ব্যাকুল ছিলেন মক্কায় ফিরে আসার জন্য। তাই আমার ধর্ম আমাকে শেখায় দেশপ্রেম সুন্নাহ।
‘জুলাই পরবর্তী’ বাংলাদেশ.....।
দেশকে কি সত্যি ভালো রাখতে পেরেছি? নাকি সময়ের পরিবর্তনে স্বার্থপর ব্যক্তিদের জন্য দেশ প্রেমকে ভুলে গেছি? আমার অপরিপক্ক জ্ঞানে কিছু লিখতে চাই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে।
কিছু কপট মানুষের জন্য দেশকে জুলাই পরবর্তী দিনে পরিবর্তন না করা গেলেও এখনো ফুরিয়ে যায় নি সময়। চব্বিশের জুলাই যে দেশকে স্বাধীনের নেশায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম অবহেলায় তা চাপা পড়লেও হারিয়ে যায় নি। তাই জুলাই পরবর্তী বাংলাদেশে আমি আমাদের পরিবর্তন চাই। আমার কথা বলার ভাষা, আমার দক্ষতা, আমার দায়িত্ববোধ থেকে।
আমাকে পরিবর্তন প্রয়োজন কেন?
আমি যদি আমার ঘর, পরিবার, সমাজ ও এলাকা সংস্কারের দায়িত্ব নেই তাহলে দেশ উচ্চ স্তরের সংস্কার হবে। কেননা উচ্চ স্তরের প্রতি ব্যক্তিই একেকজন আমি এবং একেকজন আমি আবার সাধারণ আমি।
এই আমি যদি আমার দেশকে ভালো না বাসি, ভালো না রাখিÑ তাহলে সুযোগবাদী শকুনেরা মানচিত্র গিলে খাবার চেষ্টা করবে। স্লোগান নয়, প্রয়োজন জনশক্তির দক্ষতা বৃদ্ধি, সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও দেশপ্রেমের নিরবচ্ছিন্ন উপস্থিতি।