ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুরে ক্রিকেট খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তরুণ ক্রিকেটার হরজিত সিংয়ের।

রোবাবার (২৯ জুন) ফিরোজপুরের ডিএভি স্কুল মাঠে একটি স্থানীয় ম্যাচ চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যাট হাতে মাঠে নামেন হরজিত সিং। খেলার এক পর্যায়ে তিনি একটি ছক্কা মারেন। এরপর হাঁটতে হাঁটতে পিচের মাঝখানে পৌঁছান এবং পরের বল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

তৎক্ষণাৎ খেলার অন্যান্য ক্রিকেটাররা তার কাছে ছুটে যান। দ্রুত সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হলেও হরজিতকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসকরাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে হৃদরোগকেই দায়ী করা হচ্ছে।

এর আগে, ২০২৪ সালে ভারতের মুম্বাইয়ে ঠিক একইরকম ঘটনায় মৃত্যু হয় ৪২ বছর বয়সী ক্রিকেটার রাম গণেশ তেওয়ারের। সেদিনও ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।

ক্রিকেট মাঠে একের পর এক এই ধরনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারতের ক্রীড়াঙ্গনে।