লিবিয়ার শীর্ষ লিগের ত্রিপোলি ডার্বিতে আল ইত্তিহাদ ও আল আহলির মধ্যকার ম্যাচে রক্তাক্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে গোল উদযাপনকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা পরিণত হয় ভয়াবহ সংঘর্ষে। আহত হন রেফারিসহ একাধিক ব্যক্তি, পুড়িয়ে দেওয়া হয় টিম বাসও।
ম্যাচের ৩৮ তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন আল ইত্তিহাদের মরক্কান ফরোয়ার্ড নৌফেল জারহৌনি। গোলের পর তিনি প্রতিপক্ষ আল আহলির সমর্থকদের সামনে গিয়ে উদযাপন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৎক্ষণাৎ মাঠে ঢুকে পড়ে ক্ষুব্ধ দর্শকরা এবং শুরু হয় সংঘর্ষ।
এই ঘটনায় আহত হন ম্যাচের পর্তুগিজ রেফারি ফ্যাবিও জোসে কস্তা। পরে তিনি ড্রেসিংরুমে আশ্রয় নেন। এমন পরিস্থিতিতে খেলোয়াড়রা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে মাঠ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। ফলে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।
সংঘর্ষের জেরে স্টেডিয়ামের বাইরে আল ইত্তিহাদের দলীয় বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানেও বেশ কিছু সমর্থক ও কর্মী আহত হন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
আল আহলি ক্লাব এক বিবৃতিতে দাবি করেছে, ইত্তিহাদের ফুটবলারের উসকানিমূলক আচরণই এই বিশৃঙ্খলার মূল কারণ। তারা আরও অভিযোগ করে, নিরাপত্তা বাহিনী সমর্থকদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে।
অন্যদিকে আফ্রিকান গণমাধ্যম The Heritage Times জানায়, গোলদাতা জারহৌনির বিতর্কিত উদযাপন আল আহলি সমর্থকদের ক্ষুব্ধ করে তোলে, যা থেকেই সংঘর্ষের সূত্রপাত।