সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২৭ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিলেট বিভাগ কে ২ শুন্য গোলে হারিয়ে দেশ সেরা হয়েছে কুতুবদিয়া উপজেলার কোমল মতি ফুটবল দল। দেশ সেরা হয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়েন ফুটবল গোল্ডকাপ অর্জন কারি কুতুবদিয়া কৈয়ার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল দল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য, কুতুবদিয়ার কৃতি সন্তান জননেতা এ এইচ, এম হামিদুর রহমান আযাদ। তিনি অভিনন্দন বার্তায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় কঠোর পরিশ্রমের মাধ্যমে সিলেট বিভাগ কে ফাইনালে ২ শুন্য গুলে হারিয়ে কুতুবদিয়া তথা কক্সবাজার জেলার সম্মান বয়ে এনেছেন আমি তাদের অভিনন্দন জানাই। সেই সাথে সকল শিক্ষক, অভিভাবক, উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। হামিদুর রহমান আযাদ বলেন, খেলা ধুলা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তৃণমূল পর্যায়ে সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পেলে আমাদের শিশু কিশোররা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। জাতীয় টিম শক্তিশালী হলে দেশের বাহিরে সুনাম অর্জন করবে। তিনি প্রত্যেক শিক্ষা প্রতিষ্টানে খেলাধুলার সরাঞ্জাম বৃদ্ধিসহ খেলার পরিবেশ তৈরি করতে শিক্ষক, অভিভাবক ও সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
খেলা
সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ:
কুতুবদিয়ার কৈয়ার বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন
হামিদুর রহমান আযাদের অভিনন্দন
সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।