সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয় দলের দুই প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোম ফিরছেন নিজ নিজ ক্লাবে।

বুধবার (১১ জুন) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন এই দুই তারকা।

তবে তুরস্কে পৌঁছানোর পর আলাদা হয়ে যাবে তাদের পথ। হামজা ফিরে যাবেন ইংল্যান্ডে, আর শামিত পাড়ি জমাবেন কানাডায়।

অনুশীলনে শামিতের চেয়ে আগে যোগ দিয়েছিলেন হামজা। শামিত ৪ জুন সকালে দলে যোগ দেন এবং ওই দিন ভুটানের বিপক্ষে ম্যাচে অংশ নেননি। তবে কানাডা জাতীয় দলে খেলার অভিজ্ঞতা থাকা শামিতের জন্য এটি ছিল বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ, যা তিনি খেলেছেন সিঙ্গাপুরের বিপক্ষে।

হামজা এরইমধ্যে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচে অংশ নিয়েছেন। ভারতের বিপক্ষে মার্চে অভিষেকের পর, ৪ জুন ভুটানের বিপক্ষে খেলেন এবং ওই ম্যাচেই করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামেন এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে হামজা ফেসবুকে এক আবেগঘন বার্তায় লিখেছেন, "আমরা যে ফলাফল চেয়েছিলাম তা পাইনি, কিন্তু দল হিসেবে এবং জাতি হিসেবে গর্ব করার মতো অনেক কিছু রয়েছে। আমরা এখনও পথচলার শুরুতে আছি, ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে।"

তিনি ভক্তদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে জানান, "তোমাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। অক্টোবরে আবার দেখা হবে।"