চতুর্থ দিনের প্রথম সেশনে দৃঢ়তায় ফিরেছে শ্রীলঙ্কা। ৭ম উইকেটে কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নানায়েকের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে লঙ্কানরা। এই জুটিতে তারা দুজনে মিলে ইতোমধ্যেই ৭৯ রান যোগ করেছেন।

এ সময় লঙ্কানদের ব্যাটিংয়ের হাল ধরে আছেন কামিন্দু মেন্ডিস। সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি, বর্তমানে তার সংগ্রহ ৮৩ রান। অন্যদিকে, তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন মিলান রত্নানায়েকে। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দিকে এগিয়ে চলা এই ব্যাটারের ব্যাটে রয়েছে ৩৮ রান।

সকালের সেশনে শ্রীলঙ্কা ৩১ ওভারে ৯৭ রান তুলেছে দুই উইকেট হারিয়ে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের করা রান থেকে এখনো ৩০ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

দারুণ এই জুটির ওপরই নির্ভর করছে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা।