গল টেস্টে প্রথম ইনিংসে শান্ত ও মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৯৫ রান তুলে আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল বাংলাদেশ। তবে পাল্টা জবাবে দৃঢ়তা দেখিয়েছে শ্রীলঙ্কাও। লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাটে বড় স্কোরের পথে ছিল স্বাগতিকরা। তবে তার ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলেও, ক্রিজে থাকা কামিন্দু মেন্ডিসের ব্যাটে এখনও লিড নেওয়ার পথে তারা।
চতুর্থ দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১২৪ ওভারে ৬ উইকেটে ৪৬৫ রান। বাংলাদেশকে ছুঁতে বাকি মাত্র ৩০ রান। কামিন্দু মেন্ডিস অপরাজিত আছেন ৮৩ রানে, তার সঙ্গী পেসার মিলান প্রিয়ানাথ ৩৮ রানে খেলছেন।
নিশাঙ্কার স্বপ্নভঙ্গ, দায়িত্বে কামিন্দু
তৃতীয় দিন দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৭ রান করে সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা। হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে ২৫৬ বল মোকাবেলায় ২৩টি চার ও এক ছক্কা হাঁকান তিনি। এর আগে চান্দিমালের সঙ্গে ১৫৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। চান্দিমালও ভালো খেলছিলেন, কিন্তু নাঈম হাসানের ঘূর্ণিতে ৫৪ রানে থামেন।
একে একে ফিরেছেন কুশল, ধনাঞ্জয়া, ম্যাথুস
চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশ জোড়া আঘাত হানে। অধিনায়ক ধনাঞ্জয়াকে ১৯ রানে ফেরান নাঈম, এরপর কুশল মেন্ডিস ৫ রান করে বোল্ড হন হাসান মাহমুদের বলে। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা অভিজ্ঞ ম্যাথুস ৩৯ রান করে মুমিনুল হকের শিকার হন।
বাংলাদেশের ইনিংস শেষ ৪৯৫ রানে
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে। শান্ত ১৪৮, মুশফিক ১৬৩ এবং লিটন দাস ৯০ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ এনে দেন। সকালে মাত্র ৬ রান যোগ করেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ৪ উইকেট নেন, মিলান ও থারিন্দু রত্নায়েকে ৩টি করে উইকেট শিকার করেন।
গল টেস্টে এখন উত্তেজনাপূর্ণ লড়াইয়ের দিকে এগোচ্ছে দুই দল। ফল নির্ধারণে আগামী এক-দুই সেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।