এসএ গেমসে স্বর্ণজয়ী তায়কোয়ান্দোকা দিপু চাকমাকে সম্প্রতি মাদকসেবনকারী আখ্যা দিয়ে ও শৃংখলা ভঙ্গের অভিযোগে ক্যাম্প থেকে অব্যাহতি দেয় ফেডারেশন। যার প্রতিবাদে জাতীয় ও আন্তর্জাতিক আসরে পদকজয়ী প্রায় সাত থেকে আটজন আসন্ন এসএ গেমসের ক্যাম্প থেকে নিজেরাই অব্যাহতি নেন। ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম বহিষ্কার’ আমার কে আমরা কে, গাজা খোর গাজা খোর। কে বলেছে কে বলেছে, বিটিএফ, বিটিএফ’, বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার ও ঢাকা জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণে এমন স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে উঠেন প্রায় শ’খানেক তায়কোয়ান্দোকা। যাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সরকার ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিলেন।

মানববন্ধন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্ট ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ আহমেদ সজীব ভূঁইয়ার একান্ত সচিব সাইফুল ইসলামের কাছে স্মারকালিপি দেন তারা। স্মারকলিপিতে পাঁচটি দাবী উত্থাপন করেন তায়কোয়ান্দোকারা। এর মধ্যে অন্যতম যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে সম্মানের সঙ্গে পুনরায় দলে অন্তর্ভুক্তি করা এবং হত্যা মামলার আসামী, সাবেক ছাত্রলীগ সভাপতি ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক কামরুজ্জামান চঞ্চলের জন্য ক্যাম্পে যে বিশৃংখলার সৃষ্টি হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। তিন দিনের মধ্যে এই দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি দেবেন তায়কোয়ান্দোকারা।