বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশীপের রাজশাহী বিভাগীয় পদ্মা অঞ্চলের খেলায় বগুড়া পুরুষ ও নারী কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার রাতে বগুড়া এপিবিএন কাবাডি গ্রাউন্ডে মহিলা বিভাগের খেলায় বগুড়া নারী কাবাডি দল ৪০-১৮ পয়েন্টে পাবনা নারী কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ।
পুরুষ বিভাগের অপর ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বগুড়া পুরুষ কাবাডি দল ২৫-১৯ পয়েন্টে রাজশাহী পুরুষ কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস,এম নেওয়াজ সোহাগ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিল রহমান জামিল প্রমূখ। রাজশাহী বিভাগের ৮টি জেলার পুরুষ ও নারী কাবাডি দল টুর্নামেন্টে অংশগ্রহন করে। জোন চ্যাম্পিয়ন দল সমূহ চূড়ান্ত পর্বে অংশ গ্রহন করবে।