আসন্ন ওভাল টেস্টে চোট পাওয়া রিশাভ পান্তের জায়গায় ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নারায়ণ জগদীশন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ও গুরুত্বপূর্ণ এই টেস্টের জন্য তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এখনও অভিষেক না হলেও ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের।

তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত খেলা জগদীশন আইপিএলেও খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মতো জনপ্রিয় দলের হয়ে। তবে এবারই প্রথমবার জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন তিনি।

ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্ট চলাকালীন ক্রিস ওকসের একটি ডেলিভারিতে রিভার্স সুইপ খেলতে গিয়ে গুরুতরভাবে চোট পান রিশাভ পান্ত। স্ক্যানের পর জানা যায়, তার ডান পায়ে চিড় ধরেছে এবং ফলে চলতি সফরে আর খেলা সম্ভব হচ্ছে না তার।

২৮ বছর বয়সী জগদীশন তার বদলি হিসেবে দলে ডাক পেলেও, পুরোপুরি ফিট না হওয়া লোকেশ রাহুলের অনুপস্থিতিতে তিনি ধ্রুব জুরেলের সঙ্গে উইকেটরক্ষক বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২ ম্যাচ খেলে ইতিমধ্যে ৩,৩৭৩ রান করেছেন জগদীশন, যেখানে রয়েছে ১০টি শতক ও ১৪টি অর্ধশতক। গড় প্রায় ৪৭.৫০। এই অভিজ্ঞতাই তাকে জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে।

তবে শেষ টেস্টে রিশাভ পান্তকে হারানো ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। চলতি সিরিজে তিনি ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এখন পর্যন্ত ৪৭৯ রান করেছেন ৬৮.৪২ গড় নিয়ে, যার মধ্যে দুটি শতক ও তিনটি অর্ধশতক রয়েছে। ইংল্যান্ডের কন্ডিশনে তার আগ্রাসী ব্যাটিং স্টাইল ভারতকে বেশ কিছু ম্যাচে এগিয়ে দিয়েছে।

ভারত বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। তাই ৩১ জুলাই শুরু হওয়া ওভাল টেস্টে জয়ের বিকল্প নেই। ড্র বা হার মানেই সিরিজ হার।

ভারতের হালনাগাদ স্কোয়াড (পঞ্চম টেস্ট):

শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শাই সুদর্শন, অভিমান্যু ঈশ্বরন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, কুলদীপ যাদব, আনশুল কাম্বোজ, অর্শদীপ সিং, নারায়ণ জগদীশন (উইকেটকিপার)।