বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েই প্রথম বড় দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সফরে তার অধিনায়কত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত স্কোয়াডে দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ, লিটন দাস এবং অলরাউন্ডার শামিম হোসেন। দলে রাখা হয়েছে মোট পাঁচজন পেসার—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন ও তানভির ইসলাম।
ওপেনিংয়ে দায়িত্ব সামলাবেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। মিডল অর্ডারে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী ও লিটন দাস।
এর আগে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচ ড্র হয়েছে গলে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোতে। এরপর ২, ৫ ও ৮ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ হবে। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১০, ১৩ ও ১৬ জুলাই।
অধিনায়ক: মেহেদী হাসান মিরাজ
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও হাসান মাহমুদ।