মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইতিহাস গড়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে তারা জিতেছে নিজেদের প্রথম আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা।
দুই বছর আগেও একই মাটিতে ভারতের ভাগ্যে জুটেছিল হতাশা—২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল রোহিত শর্মার দলের। কিন্তু এবার সেই রোহিতই গ্যালারিতে বসে দেখলেন ভারতীয় মেয়েদের বিজয়ের গৌরবময় মুহূর্ত।
ম্যাচজুড়ে টেলিভিশন ক্যামেরা বারবার ধরা দিয়েছে তার প্রতিক্রিয়া। শেফালি ভার্মা যখন চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন, তিনি হাসছিলেন। স্মৃতি মান্ধানার অসাধারণ শটে প্রশংসাসূচক ভঙ্গিতে মাথা নেড়েছেন। আর ম্যাচের শেষ মুহূর্তে, দীপ্তি শর্মা যখন দক্ষিণ আফ্রিকার শেষ উইকেটটি তুললেন—রোহিত উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন, চোখে জল চিকচিক করছিল।
খেলোয়াড়রা যখন মাঠে আনন্দে মেতে উঠলেন, গ্যালারিতে দাঁড়িয়ে থাকা রোহিতের সেই দৃশ্য যেন ভারতের কোটি মানুষের অনুভূতি হয়ে উঠল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখেছেন, “রোহিত বুঝতে পারেন এই জয়ের মূল্য কতটা,” আবার কেউ বলেছেন, “রাজা আজ নিজের রানীদের কুর্নিশ জানালেন।”