আয়ারল্যান্ডের তারকা অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার পেশাদার ক্রিকেটে গড়লেন এক অনন্য রেকর্ড। বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে পাঁচ বলের ব্যবধানে পাঁচটি উইকেট তুলে নিয়ে ইতিহাসে নাম লেখালেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে। মুন্সটার রেডসের হয়ে খেলতে নেমে নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন ক্যাম্ফার। ব্যাট হাতে দলকে ১৮৯ রানের লড়াকু স্কোর এনে দেওয়ার পাশাপাশি বল হাতে মাত্র পাঁচ ডেলিভারিতে তুলে নেন পাঁচটি উইকেট।
পাঁচ বলে পাঁচ উইকেট, কীভাবে?
📌 ১২তম ওভারের পঞ্চম বল: জারেড উইলসন – বোল্ড (ইন-সুইং)
📌 ১২তম ওভারের শেষ বল: গ্রাহাম হিউম – এলবিডব্লিউ
📌 ১৪তম ওভারের প্রথম বল: অ্যান্ডি ম্যাকব্রিন – মিডউইকেটে ক্যাচ
📌 ১৪তম ওভারের দ্বিতীয় বল: রবি মিলার – উইকেটরক্ষকের হাতে ক্যাচ
📌 ১৪তম ওভারের তৃতীয় বল: জোশ উইলসন – বোল্ড
পাঁচ বলে এই পাঁচটি উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত নজিরবিহীন। যদিও নারী ক্রিকেটে এই কীর্তি আগে গড়েছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার কেলিস নডলোভু।
ওভার পরিবর্তনের কারণে প্রথমে বুঝতে পারিনি কী হচ্ছে,” বলেন ক্যাম্ফার। “আমি কেবল সহজ রাখার চেষ্টা করছিলাম, আর সবকিছু ঠিকঠাকই হয়েছে। মজার বিষয় হলো, আরও এক ব্যাটার থাকলেও হয়তো ছয় বলে ছয় উইকেট নেওয়া যেত না!
চোট কাটিয়ে দলে ফেরা এই তারকা আরও বলেন, “আঙুলের চোট কাটিয়ে মাঠে ফিরতে পারা এবং এমন পারফরম্যান্স দিতে পারাটা দারুণ অনুভূতি। চোটে আপনি একা হয়ে যান। এখন ফিরে এসে দলের জন্য অবদান রাখতে পেরে গর্বিত।”
ক্রিকেটবিশ্ব ইতোমধ্যেই ক্যাম্ফারের এই অর্জনকে যুগান্তকারী বলে অভিহিত করেছে। এমন এক ঐতিহাসিক কীর্তি ক্যাম্ফারকে এনে দিল অমরত্বের সনদ।