২০৩০ সালের কমনওয়েলথ গেমসের শতবর্ষী আসরের আয়োজক শহর হতে যাচ্ছে ভারতের আহমেদাবাদ। দ্বিতীয়বারের মতো কমনওয়েলথ গেমস আয়োজনের সুযোগ পাচ্ছে ভারত। আগামী ২৬ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। আয়োজক হওয়ার ক্ষেত্রে ভারত ছাড়া ও গেমস আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল নাইজেরিয়ার আবুজা। কমনওয়েলথ স্পোর্টসের মূল্যায়ন কমিশন ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদকে নির্বাচিত করেছে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম থাকা আহমেদাবাদ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রীড়াজগতে পরিচিত একটি নাম। ২০২৩ সালে এখানেই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। শহরটির জনসংখ্যা পাঁচ মিলিয়নের বেশি এবং ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচিত। উল্লেখ্য ভারত এর আগে ২০১০ সালে দিল্লিতে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল। এবার শতবর্ষী আসর আয়োজনের মাধ্যমে দেশটি নতুন ইতিহাস লিখবে। অন্যদিকে, নাইজেরিয়ার আবুজা আবারও আয়োজক হওয়ার সুযোগ হারালো। এর আগে ২০১৪ সালের আসরেও তারা গ্লাসগোর কাছে পিছিয়ে পড়েছিল। ফলে আফ্রিকার কমনওয়েলথ গেমস আয়োজনের প্রতীক্ষা আরো দীর্ঘ হলো। কমনওয়েলথ স্পোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা বিভিন্ন মানদ-ে শহরগুলোর প্রস্তাব মূল্যায়ন করেছি এবং ভবিষ্যতে নাইজেরিয়ার আয়োজক হওয়ার সম্ভাবনা বাড়াতে একটি কৌশলগত পরিকল্পনা হাতে নিচ্ছি, যেখানে ২০৩৪ সালের আসরও বিবেচনায় থাকবে।’ উল্লেখ্য,২০৩০ সালের আসরটি হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষী সংস্করণ, যার যাত্রা শুরু হয়েছিল ১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে।
খেলা
শতবর্ষী কমনওয়েলথ গেমসের আয়োজন হবে আহমেদাবাদে
২০৩০ সালের কমনওয়েলথ গেমসের শতবর্ষী আসরের আয়োজক শহর হতে যাচ্ছে ভারতের আহমেদাবাদ।