গেল ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। চিকিৎসকদের পরামর্শেই সেদিন দুপুরে নিজ বাসায় ফেরেন দেশসেরা ক্রিক্রেটার তামিম ইকবাল।
হাসপাতাল ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন চিকিৎসক জানান, তামিম তখন বেশ ভালো অবস্থায় ছিলেন। তবে শুরু থেকেই ইঙ্গিত ছিল, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে তাকে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত সোমবার (গতকাল) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তামিম।
এর আগের দশদিন তামিম ছিলেন নিজ বাসায়। পরিবারের সদস্যদের সঙ্গেই কাটিয়েছেন সময়। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গেল সপ্তাহে ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে সুনির্দিষ্ট তারিখ তখন জানা যায়নি।
তামিমের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে তিনি কোন হাসপাতালে ভর্তি হবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি।
তবে শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো। জাতীয় দলের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ওপেনারের সুস্থতা কামনায় প্রার্থনায় ব্যস্ত দেশের ক্রিকেটপ্রেমীরা।