সৌদী আরব থেকে কামরুজ্জামান হিরু : ইসলামিক সলিডারিটি গেমসের দশম দিনে আরও একটি পদক পেয়েছে বাংলাদেশ দল।মহিলাদের চাইনিজ মার্শাল আর্ট উশু ডিসিপ্লিনে বাংলাদেশের পক্ষে পদক জিতেছেন শিখা খাতুন (৫৬) কেজি ওজন শ্রেণীতে তিনি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। উশুর সানদা ডিসিপ্লিনে নারী বিভাগে বাংলাদেশ দলে ৩ জন প্রতিযোগি তিনটি ওজন শ্রেণীতে অংশ নেয়। শিখা খাতুন ছাড়া অন্য দুজন প্রতিযোগী হলেন : সকি আক্তার (৬০) কেজি ওজন শ্রেণী এবং কচি রানী মন্ডল (৭০) কেজি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বীতা করেছে। তার মধ্যে শিখা খাতুন সেমিফাইনালে উঠলেও মিশরের কাছে হেরে য়ায়। টুর্নামেন্ট কমিটির বিধি অনুযায়ি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় ব্রোঞ্জ পায় শিখা খাতুন। এদিকে -৬০ কেজি ওজন শ্রেণীতে সাকি আক্তার তিউনিসিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও ইরানের কাছে হেরে গেছে। এই ইভেন্টে খেলোয়াড় সংখ্যা আটজনের কম থাকায় আকস্মিক টুর্নামেন্ট কমিটি বিধিমালায় পরিবর্তন আনে। ছয়জন প্রতিযোগি হওয়ায় ব্রোঞ্জের জন্য আলাদা লড়াইয়ের ব্যবস্থা করেছে। বাংলাদেশ সময় রাত ১০ টায় খেলাটি অনুষ্ঠিত হবে। আর নারী বিভাগে - ৭০ কেজি ওজন শ্রেনীতে কচি রানী মন্ডল কেন জয় না পেয়ে গমস শেষ করেছে।

এদিকে কোরিয়ান মার্শাল তায়কেয়ানডোতে কোন জয় নেই বাংলাদেশ দলের। একমাত্র প্রতিযোগি লায়লাতুল ফেরদৌস খুশবু শূন্য হাতেই দেশে ফিরেছে। বাংলাদেশ কুস্তি দল বর্তমানে রিয়াদে অনুশীলনে রয়েছে। সৌদি ই স্পোর্টস কমপ্লেক্সে আগামী ১৯ ও ২০ নভেম্বর কুস্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ইসলামিক সলিডারিটি গেমস পর্ব। চলতি গেমসে বড় কোন আশা নিয়ে না এলেও ইতিমধ্যে বাংলাদেশ দল একটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। যার মধ্যে সবচেয়ে বড় সাফল্যটি এসেছে টেবিল টেনিস থেকে। ফাইনালে তুরস্কের কাছে হেরে প্রথমবারেরে মত টেবিল টেনিসে রৌপ্য পদক জিতে ইতিহাস গড়ে জাবেদ-খই খই জুটি।অতীতে ইসলামি গেমসের মত বড় আসরে পদক জয়ের কোন রেকর্ড ছিল না টেবিল টেনিসে। মিশ্র দ্বৈতের ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ তুরস্কের কাছে ৩-০ সেটে হেরে গেছে বাংলাদেশ।

সৌদি ই স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত বাংলাদেশ টেবিল টেনিস দলের মোঃ জাবেদ আহমেদ ও খৈ খৈ সাই মারমা জুটি মিশ্র দৈত্বের সেমিফাইনালের খেলায় বাহারাইনের কেন্দা মোহাম্মদ ও রাশেদকে ৩- ১ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছে বাংলাদেশ । একইসঙ্গে গেমসে রৌপ্য পদকও কনফার্ম করে নেয় বাংলাদেশ ।এর আগে একই ভ্যানূতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা ৩-০ সেটে হারিয়েছিল মালদ্বীপের মুন্সেফ ও রাফা জুটিকে। উল্লেখ্য রিয়াদ ইসলামিক সলিডারিটি গেমসে প্রথম পদকটি আসে ভরোত্তোলনে। প্রথমবারের মতো ভারত্তোলনে বাংলাদেশকে তিনটি পদক এনে দিয়েছেন মারজিয়া আক্তার ইকরা। বাংলাদেশের এই ক্রীড়াবিদ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ৫৩ কেজি ওজন শ্রেণির প্রতিযোগিতায় তিনি স্নাচ, ক্লিন এন্ড জার্ক ও দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।ফলে একাই দেশকে এনে দিলেন তিনটি পদক।