এক উইকেট পতনের পর মারমুখী ট্রাভিস হেড
শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেন ভারতের দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। তৃতীয় ওভারের শেষ বলে কুপার কনোলিকে উইকেটকিপারের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শামি। ৩ ওভারশেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪/১। এ সময় ট্রাভিস হেড ১১ বলে করেন মাত্র ১ রান। অথচ পরের তিন ওভারে আগ্রাসী ব্যাটিংয়ে তিনিই অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসান। ৬ ওভারশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৬/১। হেড ২৩ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৮ রান, স্টিভেন স্মিথ ৪ বলে ৩ রানে ব্যাট করছিলেন।
দুবাইতে আজ মঙ্গলবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), সিন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, কুপার কোনোলি ও এডাম জাম্পা।