ভুটানের নারী ফুটবল লিগে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। পারো এফসির হয়ে আবারও দুর্দান্ত এক জয় তুলে নিয়েছেন বাংলাদেশের সাবিনা খাতুন ও সুমাইয়া মাতসুশিমা। তাদের জোড়া হ্যাটট্রিকে গেলেফু সিটিকে ১১-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে পারো এফসি।
এই ম্যাচে সাবিনা খাতুন হ্যাটট্রিক করলেও, সুমাইয়া মাতসুশিমা একাই চার গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। প্রথমার্ধেই পারো এফসি ৫-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
এর আগে গত মাসে ভুটানে নারীদের জাতীয় লিগে বাংলাদেশের এই চার তারকা ফুটবলার – সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও সুমাইয়া – বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন। সামৎসে ডব্লিউএফসির বিপক্ষে পারো ডব্লিউএফসি টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে ২৮-০ গোলে জয়লাভ করে। সেই ম্যাচে বাংলাদেশি ফুটবলাররাই একাই ২৪টি গোল করেছিলেন।
ওই ঐতিহাসিক ম্যাচে সাবিনা স্বাগতিকদের জালে নয়বার বল পাঠিয়েছিলেন, মনিকা চাকমা করেছিলেন ডাবল হ্যাটট্রিক (ছয় গোল), ঋতুপর্ণা চাকমা চারটি এবং সুমাইয়া মাতসুশিমা পাঁচবার লক্ষ্যভেদ করেছিলেন। ভুটানের লিগে বাংলাদেশি ফুটবলারদের এই ধারাবাহিক দাপট দেশের নারী ফুটবলের অগ্রগতিরই ইঙ্গিত দিচ্ছে।