টি-টোয়েন্টি ক্রিকেটে আধুনিক ধারার সঙ্গে তাল মেলাতে গিয়ে এবার ব্যাটিংয়ে নতুন দৃষ্টিভঙ্গি আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে ছক্কার সংখ্যা বাড়াতে বিদেশি পাওয়ার হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উডকে নিয়ে আসছে বোর্ড।
আগামী আগস্টে শুরু হতে যাওয়া এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পেই কাজ শুরু করবেন তিনি। ক্যাম্পটি শুরু হবে ৬ আগস্ট, যেখানে মূলত ব্যাটসম্যানদের বল মাঠের বাইরে পাঠানোর কৌশল শেখানো হবে। জুলিয়ান উড আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সঙ্গে কাজ করেছেন।
বিসিবির এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘আমরা চাই ক্যাম্প শুরুর আগেই তিনি চলে আসুন। তার অভিজ্ঞতা থেকে আমাদের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে।’
জুলিয়ান বলেন, ‘বাংলাদেশে প্রতিভার ঘাটতি নেই। কিন্তু এখনকার ক্রিকেটে কেবল প্রতিভা দিয়ে চলে না—তা কাজে লাগিয়ে দ্রুত রান তুলতে হয়। এই দিকেই আমি খেলোয়াড়দের গাইড করবো।’
তিনি আরও বলেন, ‘আমি এই ক্যাম্প নিয়ে বেশ আশাবাদী। অনেকদিন ধরেই বিসিবির সঙ্গে আলোচনা হচ্ছিল, এবার সেটি বাস্তব হচ্ছে।’
এছাড়া মানসিক দৃঢ়তা গড়তে একজন ক্রীড়া মনোবিজ্ঞানী নিয়োগের পরিকল্পনাও করছে বিসিবি। আলোচনায় রয়েছেন ডেভিড স্কট, যিনি অতীতে হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন। একইসঙ্গে দেশীয় মনোবিজ্ঞানীদেরও সম্পৃক্ত করা হবে, যাতে ভাষাগত ও সাংস্কৃতিক সমন্বয় বজায় থাকে।
এদিকে প্রস্তুতি ম্যাচের জন্য ভারতের আগমনের সম্ভাবনা থাকলেও সেটি বাতিল হয়েছে। বিকল্প হিসেবে নেপাল বা নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিসিবির অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে ব্যাটিং শক্তি বাড়ানোর এই উদ্যোগে নতুন রূপে দেখা যেতে পারে বাংলাদেশ দলকে।